কলকাতা, 4 জুলাই : বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী তরুণ মজুমদার প্রয়াত হয়েছেন সোমবার সকালে (Tarun Majumdar Passes Away) ৷ তার পর তাঁকে শেষবারের জন্য দেখতে অনেকেই হাজির হয়েছিলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ৷ সেই তালিকায় চলচ্চিত্র জগতের কলাকুশলীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ বিশেষ করে বামপন্থী রাজনৈতিক নেতারা হাজির হয়েছিলেন ৷ কারণ, প্রয়াত এই চিত্র পরিচালক নিজেও বামপন্থী ছিলেন ৷ প্রত্যেকেই শোকবার্তা দিয়েছেন ৷
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল ৷’’ এসেছিলেন সিপিএমের আরেক নেতা সুশান্ত ঘোষও ৷ তিনি বলেন, ‘‘ক‘দিন আগে যখন এসেছিলাম, তখন কথা বলতে পারতেন না ৷ হাত নেড়ে আমাকে ভালো থাকতে বলেছিলেন ৷ আমার শেষ বইয়ে উনি ভূমিকা লিখেছিলেন ৷ এটা অনেক বড় প্রাপ্তি ৷’’
এছাড়া রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও হাজির হয়েছিলেন ৷ তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকার সময় তরুণ মজুমদারের খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷