পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সিঁথি থানায় অভিযুক্তর মৃত্যুতে রাজনৈতিক রং - সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যু

সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে রাজনীতির রং । BJP-র দাবি, মৃত রাজকুমার সাউ তাদের কর্মী ছিলেন । কিন্তু মৃতের ছেলে জানান, তাঁর বাবা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না ।

political colour on custodial death
BJP-র শেষ দেখার হুমকি

By

Published : Feb 10, 2020, 11:26 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : সিঁথি থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে লেগে গেল রাজনীতির রং। BJP-র দাবি, মৃত রাজকুমার সাউ তাদের কর্মী ছিলেন । BJP-র পক্ষ থেকে রাজ্য নেতা রাজু সরকার ঘটনার পর আসেন সিঁথি থানায়। হুমকি দেন মৃতদেহ নিয়ে মিছিল করবে BJP । মিছিল লাল বাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন যাবে । এই ঘটনার শেষ দেখে নেওয়ার হুমকি দেন ওই BJP নেতা ।


রাজু সরকার বলেন, “ রাজকুমার BJP-র একনিষ্ঠ কর্মী ছিলেন । সেই কারণে তাঁকে থানার ভেতরে পিটিয়ে মেরে ফেলা হল । এখনও পর্যন্ত এলেন না পুলিশ কমিশনার অনুজ শর্মা । সম্পূর্ণ বিনা প্ররোচনায় মিথ্যা অপবাদ দিয়ে ধরে আনা হল তাঁকে । এই ঘটনার জন্য যতদূর যাওয়া যায় ততদূর পর্যন্ত আমরা যাব । আমরা রাজকুমারের মৃতদেহ নিয়ে লালবাজার থেকে কালীঘাট হয়ে নবান্ন পর্যন্ত মিছিল করব ।"

BJP-র শেষ দেখার হুমকি

যদিও রাজকুমারবাবুর ছেলে অমিত সাউয়ের দাবি, কোনও রাজনীতি করতেন না তাঁর বাবা । রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।

ABOUT THE AUTHOR

...view details