কলকাতা, 25 নভেম্বর : ইশু একগুচ্ছ । তার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদ, মূল্যবৃদ্ধি, কেন্দ্রের কৃষি আইন, শ্রম কোড । এই একাধিক ইশুকে সামনে রেখেই বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। এই ধর্মঘটকে সমর্থন করছে INTUC-ও । আগামীকাল কলকাতায় অবশ্য জোর করে ধর্মঘট করার চেষ্টা হলে রুখে দাঁড়াবে পুলিশ । সেই সূত্রে শহরে মোতায়েন করা হচ্ছে সাড়ে চার হাজার অতিরিক্ত বাহিনী । প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পিকেটিং । লালবাজার সূত্রে পাওয়া গেছে এমন খবর ।
জোর করে ধর্মঘট করলে কড়া পদক্ষেপ, সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ - লালবাজার
বামেদের ধর্মঘটের জন্য শহরে মোতায়েন সাড়ে চার হাজার অতিরিক্ত বাহিনী । প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পিকেটিং । লালবাজার সূত্রে পাওয়া গেছে এমন খবর ।
2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই এরাজ্যে বনধ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার । যেকোনও ধরনের বন্ধের বিরোধিতা করা হয় নবান্নের তরফে । এবারও পরিবহন দপ্তরের পক্ষ থেকে বাস মালিকদের আবেদন জানানো হয়েছে পথে গাড়ি নামানোর জন্য । পাশাপাশি অতিরিক্ত সরকারি বাস চালানোর পরিকল্পনা রয়েছে । সঙ্গে গোটা রাজ্য জুড়ে করা হচ্ছে পুলিশি ব্যবস্থা । যদিও বামপন্থী শ্রমিক সংগঠনের নেতারা তৃণমূলকে এই ধর্মঘটের বিরোধিতা না করে সমর্থন জানানোর আর্জি জানিয়েছেন । এমনিতে ইস্যুগুলো নিয়ে তৃণমূলেরও বিরোধিতা রয়েছে । তবে দাবি আদায়ে ধর্মঘট কোনও পন্থা হতে পারে না বলে মনে করছে তৃণমূল । তারা স্থানীয় স্তরে প্রতিবাদ মিছিল করবে বলে জানিয়ে দিয়েছে । ধর্মঘট সফল করতে শহরে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বামপন্থীরা । আগামীকাল সকালে দমদম মৃত্যুর কাছে কনিকা ঘোষের নেতৃত্বে জমায়েত করবে বামেরা । যাদবপুর 8b থেকে সকাল সাড়ে ছটায় মিছিল করা হবে সুজন চক্রবর্তীর নেতৃত্বে । ফরওয়ার্ড ব্লকের তরফে সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে জমায়েত করা হবে । কেন্দ্রীয়ভাবে ধর্মঘটীরা মিছিল করবে এন্টালী মার্কেট থেকে । গোলপার্ক, গড়িয়াহাট, শ্যামবাজার, ধর্মতলা, হাজরাতেও মিছিল করবে বামেরা । তবে লালবাজারের তরফের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মঘটের নামে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না । জোর করে ধর্মঘট করতে গেলে নেওয়া হবে আইনি পদক্ষেপ । আগামীকাল শহরের সবকটি মেট্রো স্টেশনে থাকছে পুলিশ পিকেটিং । শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশি নজরদারি । সক্রিয় থাকবে কুইক রেসপন্স টিম, HRFS, RFS টিম । কেউ কোন সমস্যায় পড়লে 100 ডায়ালে ফোন করা যাবে ।
আজ কলকাতা পুলিশের তরফে যুগ্ম-কমিশনার সদর শুভঙ্কর সিনহা সরকার ETV ভারতকে বলেন, “আগামীকাল সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ বাহিনী থাকবে কলকাতায় । আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর থাকবে পুলিশ ।"