কলকাতা, 16 জানুয়ারি : বাম-কংগ্রেসের ডাকা বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল সুজাপুর । একটি ভিডিয়োয় পুলিশকে গাড়ি ভাঙচুর করতে দেখা যায় । এরপরেই এই ঘটনার CID তদন্তের নির্দেশ দেওয়া হয় । রাজ্য পুলিশ সূত্রে খবর, বিভাগীয় তদন্তে সুজাপুরের ওই ঘটনায় পুলিশের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে । ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত তিন কনস্টেবল ও দুই সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে ।
সুজাপুরে গাড়ি ভাঙচুর করেছে পুলিশ, তদন্তে মিলল প্রমাণ
বনধের দিনের সুজাপুরের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছিল পুলিশের তীব্র নিন্দা । ভিডিয়োতে পুলিশকে গাড়ি ভাঙচুর করতে দেখা গিয়েছিল । বিভাগীয় তদন্তে সেই ঘটনায় পুলিশের জড়িত থাকারই প্রমাণ মিলল ।
CAA ও NRC-সহ 8 জানুয়ারি একাধিক ইশুতে বনধের ডাক দেয় বাম-কংগ্রেস জোট । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মতো মালদাতেও তার প্রভাব দেখা যায় । সকাল থেকে সেরকম কোনও প্রভাব দেখা যায়নি । তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়াতে শুরু করে । তপ্ত হয়ে ওঠে সুজাপুর । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে মানুষ । বোমা ফাটতে শুরু করে । পুলিশের পাঁচটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । সেইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । প্রায় 6 ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে 34 নম্বর জাতীয় সড়ক । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
এই সবের মাঝে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে । যেখানে পুলিশকে ইট ছুড়তে দেখা যায় । শুধু তাই নয়, পুলিশকে গাড়ি ভাঙচুর করতেও দেখা যায় । পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করে বিরোধী রাজনৈতিক দলগুলি । ঘটনায় জড়িতদের কোনওরকম রেয়াত না করার নির্দেশ দেওয়া হয় নবান্নের তরফে । এরপরেই শুরু হয় তদন্ত । তাতে তিনজন কনস্টেবল ও দু'জন সিভিক ভলান্টিয়ারের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে । রাজ্য পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে ।