পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফেসবুক পোস্টের পর উদ্যোগী পুলিশ, চাঁদার জুলুমের অভিযোগে গ্রেপ্তার 2 - two arrested for extorting money for kali puja

তকাল দক্ষিণ বন্দর থানা এলাকার রিমাউন্ট রোডে বাসে চেপে যাচ্ছিলেন এক মহিলা । তখন দেখেন ভূকৈলাস রোড ক্রসিংয়ের কাছে একদল যুবক গাড়ি থামিয়ে জুলুম করে চাঁদা তুলছে। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন। তাতে ট্যাগ করেন কলকাতা পুলিশকে । আজ সেই পোস্ট নজরে পড়ে খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মার। সূত্র জানাচ্ছে, বিষয়টিতে ক্ষুব্ধ হন তিনি। তারপরেই তার নির্দেশ যায় সমস্ত থানা এবং DC-দের কাছে।

arrested duo

By

Published : Oct 16, 2019, 3:56 AM IST

কলকাতা, 16 অক্টোবর: জুলুম করে চাঁদা তোলা যাবে না । শহর কলকাতা এবং রাজ্যে এমন নির্দেশ জারি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে । পুজো কমিটিগুলোকে এ ব্যাপারে সচেতন করা হচ্ছে দীর্ঘদিন ধরে । কিন্তু তাতেও কাজের কাজ হয়নি । দুর্গাপূজার সময় রাজ্যের বিভিন্ন জেলায় চাঁদার জুলুমের অভিযোগ উঠেছিল । এবার কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করেও একই অভিযোগ উঠল শহর কলকাতায় । তার জেরে পুলিশ কমিশনার কলকাতার সব ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং OC-দের নির্দেশ দিলেন, চাঁদার জুলুম যেন বরদাস্ত না করা হয়। কমিশনারের এই নির্দেশের পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। চাঁদার জুলুমের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে ।

গতকাল দক্ষিণ বন্দর থানা এলাকার রিমাউন্ট রোডে বাসে চেপে যাচ্ছিলেন এক মহিলা । তখন দেখেন ভূকৈলাস রোড ক্রসিংয়ের কাছে একদল যুবক গাড়ি থামিয়ে জুলুম করে চাঁদা তুলছে। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন। তাতে ট্যাগ করেন কলকাতা পুলিশকে । আজ সেই পোস্ট নজরে পড়ে খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মার। সূত্র জানাচ্ছে, বিষয়টিতে ক্ষুব্ধ হন তিনি। তারপরেই তার নির্দেশ যায় সমস্ত থানা এবং DC-দের কাছে।

আজ পুলিশের তরফে রিমাউন্ট রোড-ভূকৈলাস রোড চত্বরে চালানো হয় নজরদারি। আটক করা হয় 6 জনকে। তাদের মধ্যে চারজন নাবালক। তারা একটি পণ্যবাহী গাড়ি আটকে জুলুম করে চাঁদা তুলছিল । গ্রেপ্তার করা হয় দুই যুবককে। তাদের নাম রহিত ধানুক এবং গোবিন্দ ধানুক। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে দক্ষিণ বন্দর থানা। ধৃত দুই যুবককে আগামীকাল আদালতে তোলা হবে। চার নাবালককে পাঠানো হবে জুভেনাইল জাস্টিস বোর্ডে।

ABOUT THE AUTHOR

...view details