কলকাতা, 22 এপ্রিল : বগটুই থেকে হাঁসখালি ৷ এ রাজ্যে কিছু ঘটলেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দেয় বিজেপি ৷ সেই ধাঁচেই জাহাঙ্গিরপুরীর ঘটনায় সত্য অনুসন্ধানে শুক্রবার সেখানে এক প্রতিনিধিদল পাঠায় তৃণমূল (TMC Representatives are in Delhi) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধিদল এদিন জাহাঙ্গিরপুরীতে পৌঁছয় ৷ যদিও সেই অভিজ্ঞতা সুখের হল প্রতিনিধিদলের সদস্যাদের ৷ জাহাঙ্গিরপুরীতে গিয়ে এদিন পুলিশি বাধার মুখে পড়লেন কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, অর্পিতা ঘোষ, অপরূপা পোদ্দার এবং সাজদা বেগম (Police stopped TMC representatives from entering violence area at Jahangirpuri) ৷
স্থানীয় কয়েকজনের সহায়তায় প্রাথমিকভাবে পুলিশকে এড়িয়ে জাহাঙ্গিরপুরীর সি ব্লকের কাছাকাছি এদিন পৌছে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল ৷ হিংসা কবলিত এলাকা ঘুরে দেখার পর স্থানীয় বাসিন্দাদের থেকে 16 এপ্রিলের ঘটনার কথা জানতে শুরু করেন তারা ৷ আচমকাই পুলিশ এসে আটকে দেয় তৃণমূলের প্রতিনিধিদের ৷ পুলিশি বাধা উপেক্ষা করে কাকলি-অর্পিতারা ভিতরের দিকে প্রবেশের চেষ্টা করলে কিছুটা পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তৃণমূলের প্রতিনিধিরা ৷ সামান্য ধস্তাধস্তিও হয়। যা নিয়ে ফের উত্তেজনা ছড়ায় ৷