কলকাতা, 2 অক্টোবর : কৃষি আইনের সমর্থনে BJP-র বাইক মিছিল ঘিরে গন্ডগোল বেলেঘাটায় । আজ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় । এরপর পুলিশকর্মীদের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি বাঁধে । 50 জন BJP কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয় ৷
কৃষি আইনের সমর্থনে BJP-র মিছিল ঘিরে উত্তপ্ত বেলেঘাটা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - কলকাতা
বেলেঘাটায় BJP-র বাইক মিছিল ঘিরে উত্তেজনা । পুলিশে মিছিলে বাধা দিলে গন্ডগোল শুরু হয় ।
ছবি
আজ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে একটি বাইক মিছিল হওয়ার কথা ছিল । সেই মিছিল শুরুর আগে বেলেঘাটায় দলের কর্মী-সমর্থকরা মিছিল শুরু করে ৷ সেই সময় পুলিশ তাদের বাধা দেয় । তাদের বক্তব্য, অনুমতি না থাকায় তারা মিছিল করতে পারবে না । এরপরই পুলিশকর্মীদের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয় । একাধিক BJP কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ ।