কলকাতা, 15 এপ্রিল: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ এতটা ভয়ংকর এবং দ্রুতগামী যে, গত বছরের রেকর্ড ইতিমধ্যেই পেছনে ফেলে দিয়েছে । করোনা নিয়ে মানুষকে সতর্ক করতে বিভিন্ন মহলে তত্পরতা শুরু হয়েছে ৷
সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে চলতি বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলি উদ্যোগ নিচ্ছে । ইতিমধ্যে রাজ্য সিপিএম পরবর্তী তিন দফা নির্বাচনে বড় সভার আয়োজন না-করার কথা ঘোষণা করেছে । দেশের বাণিজ্য রাজধানী মুম্বই-সহ মহারাষ্ট্রতে 144ধারা জারি হয়েছে । মধ্যপ্রদেশের চলছে লকডাউন । ইতিমধ্যে সিবিএসসির দশম শ্রেণির পরীক্ষা বাতিল এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়েছে ।
বসে নেই রাজ্য প্রশাসনও । স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করে আশু ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন । সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইতিমধ্যে বেলেঘাটা আইডি-সহ বিভিন্ন হাসপাতালে করোনা রোগী উপচে পড়ছেন । বেডের আকাল শুরু হয়েছে । রাজ্য পুলিশ ফের অবস্থা নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে ।
আরও পড়ুন:দেশে ফের রেকর্ড করোনার ! আক্রান্ত আরও 2 লাখ+, মৃত 1038
বুধবার বিকেলে মৌলালির মোড়ে তালতলা থানার পক্ষ থেকে করোনা সংক্রান্ত সচেতনতা নিয়ে প্রচার শুরু করা হয় । শহর কলকাতার বিভিন্ন থানাতেও একই উদ্যোগ নেওয়া হচ্ছে ।বিরোধী শিবিরের নেতারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে ব্যর্থতায় সরব হয়েছেন । মহম্মদ সেলিম বলেছেন, টিকা নেই । মানুষ টিকা নিতে চাইলেও তা তাঁরা পাচ্ছেন না । রাজ্য সরকার বলছে, তাঁদের কাছে দুই দিনের টিকা মজুত আছে । কেন্দ্রীয় সরকার প্রচার করলেও তার বাস্তবায়ন নেই । ফল ভুগছে মানুষ ।