কলকাতা, 28 সেপ্টেম্বর: কলকাতা অ্যাপ জালিয়াতি (Kolkata App Fraud) কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত আমির খানের (Amir Khan) ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট (Cryptocurrency Wallet) থেকে 14 কোটি 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ উল্লেখ্য, এর আগেই আমিরের বাবা নিসার খানের (Naser Khan) শাহি আস্তাবল লেনের (Shahi Astabal Lane) বাড়ি থেকে নগদ 17 কোটি 32 লক্ষ উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ গত 10 সেপ্টেম্বরের সেই ঘটনা ঘিরে শহর তথা রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায় ৷ এদিকে, ঘটনার পরই বেপাত্তা হয়ে যান আমির ৷ গত 24 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ আদালত আগামী 8 অক্টোবর পর্যন্ত আমিরকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷
এই ঘটনায় এখনও পর্যন্ত তদন্ত যেটুকু এগিয়েছে, তাতে জানা গিয়েছে, ই-নাগেট (E-Nugget) নামে একটি মোবাইল অ্য়াপ চালাতেন আমির খান ৷ তার মাধ্যমেই বহু মানুষের সঙ্গে আর্থিক জালিয়াতি করেন তিনি ৷ অন্যায়ভাবে উপার্জন করেন কোটি কোটি টাকা ! ইডি এই ঘটনায় অভিযানে নামতেই টনক নড়ে কলকাতা পুলিশের ৷ যদিও তাদের কাছে এই সংক্রান্ত অভিযোগ অনেক আগেই এসেছিল ৷ কিন্তু, সেই সময় কলকাতা পুলিশের তরফে ন্যূনতম তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ ৷ কলকাতা পুলিশ তাদের তদন্তে জানতে পেরেছে, আমির খানের যে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটটি রয়েছে, সেটির নাম বাইন্যান্স (Binance) ৷ সেই ওয়ালেট থেকেই 14 কোটি 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় ৷