কলকাতা, 15 মে: আজ সকালেই কোরোনা আক্রান্ত হয়েছেন দুই পুলিশকর্মী ৷ পুলিশ মহলে কোরোনা আতঙ্ক দেখা দিলেও, খুশির হাওয়া বউবাজার থানায় ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বউবাজার থানার OC, হাসি মুখে তাঁকে স্বাগত জানালেন থানার কর্মীরা ৷
রাজ্য় তথা দেশের নিরাপত্তায় কর্মরত পুলিশ ৷ কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ও লকডাউন কার্যকর করতে রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা দিতে ব্যস্ত পুলিশ ৷ অন্যকে নিরাপত্তা দিতে গিয়ে কোরোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মী নিজেরাই ৷ এখনও পর্য়ন্ত মোট 17 জন কলকাতা পুলিশের কর্মী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷
তবে সুস্থও হয়ে উঠছেন অনেকেই ৷ গার্ডেনরিচ থানার OC সহ বেশ কয়েকজন পুলিশকর্মী সুস্থ হয়ে উঠেছেন ৷ এই তালিকায় নতুন সংযোজন হলেন বউবাজার থানার OC ৷ বউবাজার থানার OC চন্দন রায় মুখার্জি ও তাঁর স্ত্রী-দুইজনই কোরোনা আক্রান্ত হয়েছিলেন৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা ৷ সুস্থ হয়ে ওঠায় আজ সকালে তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ৷ করতালি দিয়ে কোরোনাজয়ী দম্পতিকে অভিবাদন জানান হাসপাতালকর্মীরা ৷ হাসপাতাল থেকে ছুটি পেয়ে তাঁরা সরাসরি আসেন বউবাজার থানা সংলগ্ন কোয়ার্টারে ৷
সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন থানার কর্মীরা ৷ করতালি দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের, তুলে দেওয়া হয় কিছু উপহারও ৷