পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মৃত্যু

একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের এক অফিসার উদয়শংকর বন্দ্যোপাধ্যায়ের ।

Corona death
Corona death

By

Published : Aug 21, 2020, 1:09 PM IST

কলকাতা, 21 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের এক অফিসারের । অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মৃত্যুতে শোকস্তব্ধ লালবাজার । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা ।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শংকর বন্দ্যোপাধ্যায় এ'মাসের শুরুতে অসুস্থ হন । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতেই ছিলেন তিনি । লকডাউনের দিনগুলিতে অত্যন্ত সক্রিয় থাকতেন । চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন শহরবাসীকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে । সেই লড়াইয়ের মাঝেই বছর পঞ্চান্নর ওই পুলিশকর্তার শরীরে কোরোনার উপসর্গ ধরা পড়ে । তাঁর টেস্ট রিপোর্ট পজ়িটিভ আসে । পরে তাঁকে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে ।

প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হয় । তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি । ICU সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে । গতরাতে অবস্থার চূড়ান্ত অবনতি হয় । রাত তিনটে নাগাদ মৃত্যু হয় উদয়শংকরবাবুর । এর আগে তিনি চিৎপুর, পার্কস্ট্রিট, বেহালা থানার অফিসার ইন-চার্জের দায়িত্ব পালন করেছেন ।

এখনও পর্যন্ত কলকাতা পুলিশে কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 1500 । তাঁদের মধ্যে অবশ্য বেশিরভাগ পুলিশকর্মীই সুস্থ হয়েছেন । লালবাজার সূত্রের খবর, রোজ গড়ে 30 থেকে 35 জন পুলিশকর্মী আক্রান্ত হচ্ছেন । তাঁদের অনেকের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে । অনেকেই আবার উপসর্গহীন । মৃদু উপসর্গ থাকা পুলিশকর্মীদের রাখা হচ্ছে সেফ হোমে । তবে বেশি উপসর্গ থাকা পুলিশকর্মীদের ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি না নিয়ে ভরতি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে । ফলে রোজ আক্রান্ত এবং সুস্থতার অনুপাত প্রায় সমান হয়ে উঠেছে । কিন্তু তার মাঝেই কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, ASI, কনস্টেবল-সহ মৃত্যু হল 9 পুলিশকর্মীর ।

ABOUT THE AUTHOR

...view details