কলকাতা, 16 জুন : এসএসসির নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) বিরুদ্ধে আন্দোলনকারীদের তুলে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে ৷ অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে গিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনায় বসে থাকা চাকরী প্রার্থীদের তুলে দেয় পুলিশ ৷ তার জেরেই শুরু হয় অশান্তি ৷ দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয় (Police notice to job seekers for withdrawing agitation creates chaos) ৷ পরে চাকরিপ্রার্থীদের নিয়ে যাওয়া লালবাজারে ৷
মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 70 দিন ধরে লাগাতার ধরনা ও অবস্থান চালাচ্ছেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা । বৃহস্পতিবার কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেড কোয়ার্টার)-এর নির্দেশে ময়দান থাকার পক্ষ থেকে এই নোটিশ আজ তাঁদের ধরানো হয় । এই নোটিশ অনুসারে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল যে বঞ্চিত চাকরি প্রার্থীরা শহিদ মিনার ময়দানে শান্তিপুর অবস্থান করবে ৷ কিন্তু আদালতের বেশ কয়েকটি নির্দেশের অবমাননা হয়েছে । তাই তাঁদের নোটিশ পাঠানো হচ্ছে ।
পাশাপাশি এই নোটিশে আরও বলা হয়েছে যে বর্ষার মরশুম আসছে সামনেই । বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্ভাবাস রয়েছে রাজ্যে । তাই খোলা আকাশের নিচে থাকলে জীবনহানির আশঙ্কা রয়েছে ৷ এই ধরনের ঘটনা ঘটলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে ৷