পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Election : স্যোশাল মিডিয়ায় জাতিবিদ্বেষমূলক ছবি পোস্ট, বীরভূমে ধৃত 1 - বীরভূম

নির্বাচন এবং উপনির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট করার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল ৷ প্রেম রায় নামে ওই ব্যক্তিকে বীরভূম জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান গোয়েন্দারা ৷

নির্বাচন নিয়ে স্যোশাল মিডিয়ায় জাতি বিদ্বেষ মূলক ছবি পোস্ট, বীরভূমে ধৃত 1
নির্বাচন নিয়ে স্যোশাল মিডিয়ায় জাতি বিদ্বেষ মূলক ছবি পোস্ট, বীরভূমে ধৃত 1

By

Published : Sep 23, 2021, 1:32 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : আসন্ন নির্বাচন এবং উপনির্বাচনকে কেন্দ্র করে শহর তথা রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিশেষ তৎপর হয়েছে রাজ্য এবং কলকাতা পুলিশ । ঠিক সেই সময় স্যোশাল মিডিয়ায় ভুয়ো জাতিবিদ্বেষমূলক পোস্ট ও যৌনতামূলক ছবি আপলোড করার অভিযোগ উঠল বীরভূমের এক ব্যক্তির বিরুদ্ধে । তাঁকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা । ধৃতের নাম প্রেম রায় । তিনি বীরভূমের বাসিন্দা ।

লালবাজার সূত্রে খবর, নির্বাচন এবং উপনির্বাচনকে মাথায় রেখে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ৷ একই ভাবে সাইবার সেলের গোয়েন্দারাও তৎপর রয়েছেন ৷ নজরদারি চালাচ্ছেন তাঁরাও ৷ একটি অভিযোগ পাওয়া যায় যে, সম্প্রতি প্রেম রায় নামে এক ব্যক্তি একাধিক ফেসবুক অ্যাক্যাউন্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে উপনির্বাচনকে কেন্দ্র করে একাধিক জাতিবিদ্বেষমূলক ছবি ও লেখা আপলোড করছেবন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

তবে জানা যাচ্ছে, অভিযোগ এখানেই থেমে থাকেনি ৷ ধৃত প্রেম রায় তাঁর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একাধিক যৌনতামূলক ছবিও পোস্ট করেন ৷ তদন্তে নেমে প্রেম রায়কে গতকাল গভীর রাতে বীরভূম জেলা থেকে গ্রেফতার করেন লালবাজারের সাইবার সেলের গোয়েন্দারা । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা ।

আরও পড়ুন : Mamata Banerjee : অতিরিক্ত আত্মবিশ্বাসে গা ছাড়া মনোভাব নয়, মমতা কি শঙ্কায় ? কী বলছেন বিশেষজ্ঞরা

ABOUT THE AUTHOR

...view details