পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Haridevpur Murder Case: ঘনিষ্ঠতা কোন পর্যায়ে ছিল, জানতে অয়নের বান্ধবীর মা'কে জেরা পুলিশের

শুক্রবার রাতে পুলিশকে দেওয়া অয়নের বাবার বয়ানকে হাতিয়ার করে অয়নের বান্ধবী এবং বান্ধবীর মা'কে পৃথকভাবে জেরা শুরু করেছে পুলিশ (Police interrogates mother of dead Ayan Mondals GF)। যদিও ত্রিকোণ প্রেমের সম্পর্কে পুলিশের তরফে স্পষ্টভাবে কোন তথ্য জানানো হয়নি।

Haridevpur Murder Case
অয়নের বান্ধবীর মা'কে জেরা পুলিশের

By

Published : Oct 8, 2022, 7:54 PM IST

কলকাতা, 8 অক্টোবর:হরিদেবপুর কাণ্ডে (Haridevpur Murder Case) মৃত অয়ন মণ্ডলের বাবা শুক্রবার রাতে পুলিশকে জানায়, বান্ধবীর পাশাপাশি তার মা'য়ের সঙ্গেও অয়নের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা অয়নের বান্ধবীর বাবা জানতে পেরে যাওয়াতেই অশান্তি ৷ ফলশ্রুতি হিসেবে অয়নকে খুন করে পরিকল্পিতভাবে মৃতদেহ লোপাটের চেষ্টা করা হয়। অয়নের বাবার এই বয়ানকে হাতিয়ার করে অয়নের বান্ধবী এবং বান্ধবীর মা'কে পৃথকভাবে জেরা শুরু করেছে পুলিশ (Police interrogates mother of dead Ayan Mondals GF)।

যদিও ত্রিকোণ প্রেমের সম্পর্কে পুলিশের তরফে স্পষ্টভাবে কোন তথ্য জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, বিষয়টি অভিযোগ হিসেবে সামনে আনা হয়েছে এবং সত্যতা যাচাই করার জন্য অভিযুক্তদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী মহিলা আধিকারিকেরা ৷ তদন্তে নেমে এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার (7 arrested in Haridevpur murder incident) পুলিশ।

জানা গিয়েছে, দশমীর রাতে বান্ধবীকে তার ঘরে না পেয়ে উন্মত্ত হয়ে উঠেছিল অয়ন মন্ডল। পুলিশের দাবি, সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকা অয়ন তাঁর বান্ধবীকে না-পেয়ে বান্ধবীর মা'কে শারীরিকভাবে নিগ্রহ করতে থাকে ৷ এরপর ঘটনাস্থলে হাজির হয় অয়নের বান্ধবী ৷ পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে চিৎকার শুরু করে সে ৷ অয়নের বান্ধবীর চিৎকার শুনে তার ভাই এবং ভাইয়ের বন্ধুরা ছুটে আসে সেখানে।

আরও পড়ুন:অয়নের দেহ উদ্ধারের তথ্য কেন নজর এড়িয়ে গেল, অভ্যন্তরীণ তদন্ত লালবাজারের

ধৃতরা পুলিশকে এখনও পর্যন্ত যে তথ্য দিয়েছে তাতে এটাই দাঁড়ায় যে, মা এবং বোনের সম্ভ্রম রক্ষার্থেই অয়নের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁর বান্ধবীর ভাই ৷ পরিণাম অয়নের মৃত্যু ৷ এরপর পরিকল্পিতভাবে অয়নের দেহ মগরাহাটের একটি নির্জন এলাকায় ফেলে রেখে আসা হয়।

ABOUT THE AUTHOR

...view details