কলকাতা, 31 জুলাই:কাঁথি পৌরসভা থেকে সারদার নথিপত্র উধাও কাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলে পৌঁছলেন পুলিশ । পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে(Presidency Correctional Home)গিয়ে এদিন সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে(Sudipta Sen)জেরা করেন । প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব(Police interrogate Sudipta Sen for 3 hours) ।
অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী(Soumendra Adhikari) যখন কাঁথি পৌরসভার চেয়ারম্যান(Chairman) ছিলেন সেই সময় পৌর এলাকায় নির্মাণ কাজের অনুমতি পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দেন সুদীপ্ত সেন । কাঁথি পৌরসভা থেকেই সেই সংক্রান্ত ফাইল রহস্যজনকভাবে উধাও হয়ে যায় । এরপরেই কাঁথি থানায় অভিযোগ জানায় কাঁথি পৌরসভার চেয়ারম্যান । সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সুদীপ্ত সেনকে দীর্ঘক্ষণ জেরা করেন পুলিশের 5 সদস্যের একটি বিশেষ দল ।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছু প্রশ্ন করা হয়েছে সুদীপ্ত সেনকে । মূলত কত টাকা কাকে দিয়েছিলেন তিনি এবং কোন জমি কেনার জন্য তিনি টাকা দিয়েছিলেন, সেই সংক্রান্ত সমস্ত কিছু বয়ান তাঁর কাছ থেকে নেয় পুলিশ কর্মীরা । এর আগে সারদা কর্ণধার সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তিনি একাধিক বার টাকা দিয়েছেন । এছাড়াও তিনি অভিযোগ করেছিলেন, সারদার টাকা নিয়ে একাধিক প্রভাবশালী লাভবান হয়েছেন । এরপরেই দেখা যায় কাঁথি পৌরসভা থেকে রহস্যজনকভাবে সারদার সেই গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে গিয়েছে ।