পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saradha Scam: কাঁথি পৌরসভার নথি চুরির মামলায় সুদীপ্ত সেনকে প্রেসিডেন্সি সংশোধনাগারে 3 ঘন্টা জেরা পুলিশের - সারদা

কাঁথি পৌরসভা থেকে সারদার নথিপত্র উধাও কাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগারে(Presidency Correctional Home)গিয়ে সারদা কর্তাকে(Sudipta Sen)জেরা করল পুলিশ ৷ সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদ করে পেয়েছেন আধিকারিকরা ৷

Police interrogate Sudipta Sen for 3 hours in Presidency Correctional Home
Police interrogate Sudipta Sen for 3 hours in Presidency Correctional Home

By

Published : Jul 31, 2022, 9:49 PM IST

কলকাতা, 31 জুলাই:কাঁথি পৌরসভা থেকে সারদার নথিপত্র উধাও কাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলে পৌঁছলেন পুলিশ । পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে(Presidency Correctional Home)গিয়ে এদিন সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে(Sudipta Sen)জেরা করেন । প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব(Police interrogate Sudipta Sen for 3 hours) ।

অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী(Soumendra Adhikari) যখন কাঁথি পৌরসভার চেয়ারম্যান(Chairman) ছিলেন সেই সময় পৌর এলাকায় নির্মাণ কাজের অনুমতি পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দেন সুদীপ্ত সেন । কাঁথি পৌরসভা থেকেই সেই সংক্রান্ত ফাইল রহস্যজনকভাবে উধাও হয়ে যায় । এরপরেই কাঁথি থানায় অভিযোগ জানায় কাঁথি পৌরসভার চেয়ারম্যান । সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সুদীপ্ত সেনকে দীর্ঘক্ষণ জেরা করেন পুলিশের 5 সদস্যের একটি বিশেষ দল ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু প্রশ্ন করা হয়েছে সুদীপ্ত সেনকে । মূলত কত টাকা কাকে দিয়েছিলেন তিনি এবং কোন জমি কেনার জন্য তিনি টাকা দিয়েছিলেন, সেই সংক্রান্ত সমস্ত কিছু বয়ান তাঁর কাছ থেকে নেয় পুলিশ কর্মীরা । এর আগে সারদা কর্ণধার সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তিনি একাধিক বার টাকা দিয়েছেন । এছাড়াও তিনি অভিযোগ করেছিলেন, সারদার টাকা নিয়ে একাধিক প্রভাবশালী লাভবান হয়েছেন । এরপরেই দেখা যায় কাঁথি পৌরসভা থেকে রহস্যজনকভাবে সারদার সেই গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে গিয়েছে ।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই সুদীপ্ত সেনকে তাঁরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসা করেছেন ৷ তাঁর বয়ান নেওয়া হয়েছে এবং আইনি যে সকল প্রক্রিয়া করতে হয় তাও করা হয়েছে । একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদ করে পেয়েছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:কাঁথি পৌরসভার নথি চুরির মামলায় সুদীপ্ত সেনকে জেরার অনুমতি আদালতের

প্রসঙ্গত, রাজ্যে যখন শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । তখন সারদার ফাইল লোপাট কাণ্ড পারদ চড়াল আরও খানিকটা । অভিযোগ খোদ কাঁথি পৌরসভা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে সারদার একাধিক নথিপত্র ।

ABOUT THE AUTHOR

...view details