পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মানিকতলা মেইন রোডে অমিতের ফ্ল্যাটের সন্ধান, সেখানেই রাখা ছিল আগ্নেয়াস্ত্র - কাঁকুড়গাছি

কাঁকুড়গাছি খুনের তদন্তে পুলিশের হাতে এল নতুন তথ্য ৷ ললিতা ধানধানিয়ার জামাই অমিত আগে থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করে রেখেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷

New clue in Kankurgachi murder case
কাঁকুড়গাছিতে জামাইয়ের হাতে খুন শাশুড়ি

By

Published : Jun 24, 2020, 7:34 PM IST

Updated : Jun 24, 2020, 9:12 PM IST

কলকাতা, 24 জুন : কাঁকুড়গাছিতে শাশুড়িকে খুন করে আত্মহত্যার ঘটনায় নয়া মোড় । পুলিশের কাছে খুলল অমিত আগরওয়ালের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের জট । পাশাপাশি মানিকতলা মেন রোডে অমিতের ফ্ল্যাটেরও সন্ধান পেল পুলিশ । সেখানেই আগে থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করে রেখেছিল অমিত । প্রথমে সে ঠিক করেছিল, সুপারি কিলার দিয়ে খুন করাবে ৷ পরে মত বদল করে ৷ এই সব তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা ৷

পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থেকে সোজা ওই ফ্ল্যাটে আসে অমিত। সেখান থেকে ল্যাপটপের ব্যাগে ঢুকিয়ে নেয় আগ্নেয়াস্ত্র । তারপর হেঁটে যায় শ্বশুরবাড়িতে । লালবাজার সূত্রের খবর, এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । কারণ এই সংক্রান্ত বেশ কিছু CCTV ফুটেজ পাওয়া গেছে । শ্বশুরবাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অমিত যে ফ্ল্যাট কিনেছে তার কথা কেউ জানত না । তদন্তে নেমে পুলিশ 150, E মানিকতলা মেন রোডের ফ্ল্যাটের কথা জানতে পারে ।

তবে অমিত আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল তা জানার চেষ্টা চলছে । আজ অমিতের মানিকতলার ফ্ল্যাটে যান DC (ESD) অজয় প্রসাদ । সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ । পাশাপাশি পুলিশ সূত্রে খবর, প্রথম থেকে নিজে খুন করবে কি না তা নিয়ে ধন্দে ছিল অমিত । সেজন্য তামিলনাড়ু ও পাটনার দুই সুপারি কিলারের সঙ্গে সে যোগাযোগ করে । শেষ পর্যন্ত মত পালটায় এবং আগ্নেয়াস্ত্র জোগাড় করে ।

অমিত গতকাল সন্ধ্যায় ফুলবাগান থানা এলাকার আর কে সমাধি রোডের রামেশ্বরম বিল্ডিংয়ের বি-ব্লকে শ্বশুর বাড়ির ফ্ল্যাটে যান । স্ত্রী শিল্পীর থেকে তাঁর ডিভোর্সের বিষয়ে শ্বশুর সুভাষ ধানধানিয়া এবং শাশুড়ি ললিতা ধানধানিয়ার সঙ্গে কথা বলেন । কথাবার্তা চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় । অন্তত পুলিশকে তেমনটাই জানিয়েছেন অমিতের শ্বশুর 70 বছরের সুভাষ । তর্কাতর্কির মাঝে অমিত পিস্তল বের করে খুব কাছ থেকে ললিতাকে গুলি করেন । ভয় পেয়ে যান সুভাষ । তিনি কোনওরকমে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসেন ৷ বাইরের দিক থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেন । দৌড়ে চলে যান প্রতিবেশীদের ফ্ল্যাটে । এরপর ফুলবাগান থানায় খবর দেন ।

Last Updated : Jun 24, 2020, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details