কলকাতা, 19 অক্টোবর: এ বার পান্ডে ব্রাদার্সের অ্যাকাউন্ট (Pandey Brothers Money) থেকে মোট 207 কোটি টাকার (Rs 207 crore) লেনদেনের হদিশ পেলেন তদন্তকারী আধিকারিকরা (Howrah Cash Recovery)। আইনতভাবে শিবপুরে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে না নামলেও প্রাথমিকভাবে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা যোগাযোগ করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে । ইতিমধ্যেই এই ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । আর তারই মধ্যে এ বার অতিরিক্ত 73 কোটি টাকার হদিশ মিলল ৷
আগে এই ঘটনায় মোট 134 কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা । এর সঙ্গে অতিরিক্ত 73 কোটি টাকার সন্ধান মেলার পর পান্ডে ব্রাদার্সের অ্যাকাউন্ট থেকে এখনও পর্যন্ত মোট 207 কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে বলে লালবাজার সূত্রের খবর । যদিও এখনও পর্যন্ত শৈলেশ পান্ডে-সহ তাঁর ভাইদের খোঁজ পাননি তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই 17টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে ৷ যদিও এই 17টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে বলে লালবাজার সুত্রের খবর ।