পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Pandey Brothers Money: পান্ডে ব্রাদার্সের 207 কোটি টাকার লেনদেনের হদিশ - পান্ডে ব্রাদার্স

পান্ডে ব্রাদার্সের (Pandey Brothers Money) অ্যাকাউন্ট থেকে মোট 207 কোটি (Rs 207 crore) টাকার লেনদেনের হদিশ পেলেন তদন্তকারী আধিকারিকরা ৷ আগেই মিলেছিল 134 কোটি টাকার সন্ধান ৷ এ বার আরও 73 কোটি টাকার হদিশ মিলল (Howrah Cash Recovery)৷

Police finds Rs 207 crore from Pandey Brothers account
পান্ডে ব্রাদার্সের 207 কোটি টাকার লেনদেনের হদিশ

By

Published : Oct 19, 2022, 8:03 PM IST

কলকাতা, 19 অক্টোবর: এ বার পান্ডে ব্রাদার্সের অ্যাকাউন্ট (Pandey Brothers Money) থেকে মোট 207 কোটি টাকার (Rs 207 crore) লেনদেনের হদিশ পেলেন তদন্তকারী আধিকারিকরা (Howrah Cash Recovery)। আইনতভাবে শিবপুরে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে না নামলেও প্রাথমিকভাবে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা যোগাযোগ করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে । ইতিমধ্যেই এই ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । আর তারই মধ্যে এ বার অতিরিক্ত 73 কোটি টাকার হদিশ মিলল ৷

আগে এই ঘটনায় মোট 134 কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা । এর সঙ্গে অতিরিক্ত 73 কোটি টাকার সন্ধান মেলার পর পান্ডে ব্রাদার্সের অ্যাকাউন্ট থেকে এখনও পর্যন্ত মোট 207 কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে বলে লালবাজার সূত্রের খবর । যদিও এখনও পর্যন্ত শৈলেশ পান্ডে-সহ তাঁর ভাইদের খোঁজ পাননি তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই 17টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে ৷ যদিও এই 17টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে বলে লালবাজার সুত্রের খবর ।

ফলে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে ওয়ারেন্ট সার্কুলার জারি হয়েছে শৈলেশ পান্ডে ও তাঁর ভাইদের বিরুদ্ধে । এই মামলায় ইতিমধ্যেই একাধিক বিদেশি মুদ্রার যোগ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ ফলে বিদেশি মুদ্রা লেনদেন অর্থাৎ ফেমা আইনে মামলা রুজু করার ভাবনা রয়েছে তদন্তকারীদের ।

আরও পড়ুন:পান্ডে ব্রাদার্সের 134 কোটি টাকার লেনদেন

ইতিমধ্যেই তদন্তে নেমে শৈলেশ পান্ডের যে সব ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা, সেই সব ব্যাংক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন যে, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলিতে 73 কোটি টাকার অতিরিক্ত ট্রানজাকশন হয়েছে । ফলে শুধুমাত্র যে পান্ডে ব্রাদার্স এই কোটি কোটি টাকার সঙ্গে যুক্ত রয়েছে তেমনটা নয়, বরং আরও একাধিক প্রভাবশালী এই ঘটনায় যুক্ত থাকতে পারেন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details