কলকাতা, 18 অক্টোবর:পান্ডে ব্রাদার্সের নামে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে জারি হয়েছে ওয়ারেন্ট । আর এ বার এই তদন্তে নেমে কলকাতার স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তল্লাশি অভিযান চালানো হল । সেখানেই গোয়েন্দারা জানতে পারেন এখনও পর্যন্ত 134 কোটি টাকার (Rs 134 crore transaction) লেনদেন হয়েছে (Howrah Cash Recovery)।
লালবাজার সূত্রে খবর, শৈলেশ পান্ডের অতিরিক্ত 17টি ব্যাংক অ্যাকাউন্ট হাতে আসে গোয়েন্দাদের এবং সেখান থেকেই গোয়েন্দারা জানতে পেরেছেন ওই 17টি অ্যাকাউন্টের মধ্যে 6টি অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা লেনদেন হত । ওই 6টি অ্যাকাউন্ট থেকে মোট 57 কোটি টাকার লেনদেন ইতিমধ্যেই হয়েছে । সব মিলিয়ে লেনদেনের হিসেব এই মুহূর্তে 134 কোটি টাকা বলে লালবাজার সুত্রে জানা গিয়েছে ৷