কলকাতা, 29 মে :ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের ৷ মৃতের নাম পুলক মুখোপাধ্যায় ৷ তাঁর বয়স 53 বছর ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ কর্মী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি হোম আইসোলেশনে ছিলেন ৷ পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ শনিবারই তাঁর মৃত্যু সংবাদ আসে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে ৷
লালবাজার সূত্রের খবর, পুলক মুখোপাধ্য়ায় সশস্ত্র বাহিনীর চতুর্থ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে এই নিয়ে মোট চারজন পুলিশ কর্মী মারা গেলেন ৷ তাঁদের মধ্যে দু’জন পুলিশকর্মী করোনার ভ্যাকসিন নেননি ৷ বাকি দু’জন যদিও কোভিডের টিকা নিয়েছিলেন ৷ লালবাজারের তরফে এমনটাই জানানো হয়েছে ৷
আরও পড়ুন :করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নন্দীগ্রামের সিপিআইএম নেতার
উল্লেখ্য, এর আগেও একাধিক পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ যাঁদের মধ্যে অফিসার ইনচার্জ পদমর্যাদার বেশ কয়েকজন আধিকারিক ছিলেন ৷ সহকর্মীর অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কলকাতা পুলিশের আধিকারিক ও কর্মীরা ৷