পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mithun Chakraborty : এখনই গ্রেফতার নয় মিঠুনকে, উস্কানিমূলক সংলাপ মামলায় নির্দেশ হাইকোর্টের - উস্কানি

কলকাতা হাইকোর্টে স্বস্তি মিঠুন চক্রবর্তীর ৷ উস্কানিমূলক ভাষণের মামলায় এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ শুক্রবার একথা জানিয়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ ৷

police can't arrest Mithun Chakraborty immedietly, said Calcutta High Court
Mithun Chakraborty : এখনই গ্রেফতার নয় মিঠুনকে, উস্কানিমূল সংলাপ মামলায় নির্দেশ হাইকোর্টের

By

Published : Jun 25, 2021, 5:07 PM IST

কলকাতা, 25 জুন :কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আপাতত স্বস্তি মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ৷ উস্কানিমূলক ভাষণ সংক্রান্ত মামলায় এখনই গ্রেফতার করা যাবে না এই বিজেপি নেতা তথা অভিনেতাকে ৷ তবে রাজ্য়ের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

একুশের ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ ভোটে না দাঁড়ালেও রাজ্যব্যাপী নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি ৷ তাঁকে দেখতে উপচে পড়ে জনতার ভিড় ৷ জনতার দাবি মেনেই বহু জায়গায় মিঠুনকে তাঁর বিভিন্ন ছবির জনপ্রিয় সংলাপ বলতে শোনা যায় ৷ যার মধ্যে ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’’, ‘‘আমি জাত গোখরো’’, ‘‘এক ছোবলেই ছবি’’ প্রভৃতি অন্যতম ৷

আরও পড়ুন :45 মিনিটে 12 প্রশ্নবাণ, জন্মদিনে পুলিশি চ্যালেঞ্জের মুখে মহাগুরু

রাজ্য়ের শাসক দলের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে আসলে হিংসায় উস্কানি দিয়েছেন মিঠুন ৷ তা নিয়ে মামলাও রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ শুক্রবার সেই মামলার শুনানি হয় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ৷

মিঠুন চক্রবর্তীর তরফে আইনজীবী মহেশ জেঠমালানি এবং অয়ন ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী তাঁর ভাষণে কোনও উস্কানিমূলক মন্তব্য করেননি ৷ তিনি শুধুমাত্র তাঁর ছবির কয়েকটি জনপ্রিয় সংলাপ বলেছেন মাত্র ৷ যেমন, ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’’, ‘‘আমি জাত গোখরো’’, ‘‘এক ছোবলেই ছবি’’ প্রভৃতি ৷

মিঠুনের আইনজীবীর এই সওয়াল শুনে হেসে ফেলেন বিচারপতি চন্দ ৷ রাজ্যের আইনজীবীর উদ্দেশে তিনি প্রশ্ন করেন, এই ধরনের সংলাপ বললে কি সত্যিই তাতে হিংসা ছড়ায় ? জবাবে রাজ্য়ের প্রতিনিধি জানান, তাঁদের এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে হবে ৷ এরপরই এই মামলার শুনানি আগামী বুধবার পর্যন্ত স্থগিত করে দেন বিচারপতি চন্দ ৷

আরও পড়ুন :উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতার মানিকতলা থানায় এফআইআর করেন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি ৷ সেই এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে গত 4 জুন মামলা করেন মিঠুন চক্রবর্তী ৷

গত 11 জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ বিচারপতি ঘোষ মিঠুন চক্রবর্তীকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেন ৷ ইতিমধ্যে বিচারপতিদের বেঞ্চ পরিবর্তন হওয়ার দরুণ মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে স্থানান্তর করা হয় ৷

শুক্রবার শুনানি ছিল মামলাটির ৷ এর আগে হাইকোর্টের নির্দেশে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করেছেন মানিকতলা থানার তদন্তকারী পুলিশ আধিকারিক ৷ আগামী সোমবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details