কলকাতা, 25 জুন :কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আপাতত স্বস্তি মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ৷ উস্কানিমূলক ভাষণ সংক্রান্ত মামলায় এখনই গ্রেফতার করা যাবে না এই বিজেপি নেতা তথা অভিনেতাকে ৷ তবে রাজ্য়ের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷
একুশের ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ ভোটে না দাঁড়ালেও রাজ্যব্যাপী নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি ৷ তাঁকে দেখতে উপচে পড়ে জনতার ভিড় ৷ জনতার দাবি মেনেই বহু জায়গায় মিঠুনকে তাঁর বিভিন্ন ছবির জনপ্রিয় সংলাপ বলতে শোনা যায় ৷ যার মধ্যে ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’’, ‘‘আমি জাত গোখরো’’, ‘‘এক ছোবলেই ছবি’’ প্রভৃতি অন্যতম ৷
আরও পড়ুন :45 মিনিটে 12 প্রশ্নবাণ, জন্মদিনে পুলিশি চ্যালেঞ্জের মুখে মহাগুরু
রাজ্য়ের শাসক দলের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে আসলে হিংসায় উস্কানি দিয়েছেন মিঠুন ৷ তা নিয়ে মামলাও রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ শুক্রবার সেই মামলার শুনানি হয় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ৷
মিঠুন চক্রবর্তীর তরফে আইনজীবী মহেশ জেঠমালানি এবং অয়ন ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী তাঁর ভাষণে কোনও উস্কানিমূলক মন্তব্য করেননি ৷ তিনি শুধুমাত্র তাঁর ছবির কয়েকটি জনপ্রিয় সংলাপ বলেছেন মাত্র ৷ যেমন, ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’’, ‘‘আমি জাত গোখরো’’, ‘‘এক ছোবলেই ছবি’’ প্রভৃতি ৷