কলকাতা, 8 জুলাই: অবশেষে পাওয়া গেল মূল অস্ত্র ব্যবসায়ীর খোঁজ । গতকাল পঙ্কজকুমার প্রসাদকে বিহার থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । সে কলকাতায় এসে পিস্তল তুলে দিয়েছিল অমিতের হাতে । পঙ্কজকে জেরা করতেই পাওয়া যায় পৃথবে সাগরের নাম । তার কাছ থেকেই এই অস্ত্র পেয়েছিল পঙ্কজ । তাঁকে বিহারের নওয়াদার গোন্ডাপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । অর্থাৎ, ফুলবাগানের ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
60 হাজারে পিস্তল ! ফুলবাগান খুনে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ - কলকাতা পুলিশ
স্ত্রীকে ব্যাঙ্গালুরুতে খুন ৷ পরে ফুলবাগান থানা এলাকায় শ্বাশুড়িকে গুলি করে খুনের পর আত্মঘাতী অমিত আগরওয়াল ৷ কিন্ত কোথায় পেয়েছিলেন পিস্তল ? অবশেষে গতকাল ওই পিস্তল বিক্রেতাদের খোঁজ পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।
পরিকল্পনা একদিনের নয় । লকডাউনের মাঝে রীতিমতো ঠান্ডা মাথায় পুরো চিত্রনাট্যও তৈরি করেছিল পেশায় চাটার্ড একাউন্টেন্ট অমিত আগরওয়াল । তারপর একটু একটু করে টাইপ করেছিল 67 পাতার স্বীকারোক্তি । সেই স্বীকারোক্তি প্রিন্ট আউট নিয়েই পাড়ি দিয়েছিল ব্যাঙ্গালুরুতে । সেখানে স্ত্রী শিল্পীকে শ্বাসরোধ করে খুন করে । পরে কাঁকুড়গাছিতে এসে শাশুড়িকে খুন করে আত্মঘাতী হয় অমিত আগরওয়াল । কারণ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সে জোগাড় করে ছিল বহুদিন আগেই । মার্চ মাসে লকডাউনের আগে । বিহার থেকে 6 mm এর ওই পিস্তল দিয়ে যায় অমিতের দত্তাবাদের বাড়িতে । পিস্তল এবং কার্তুজ বাবদ পঙ্কজ 60 হাজার টাকা নিয়েছিল অমিতের থেকে ।
পুলিশ জেরায় জেনেছে, পঙ্কজ ওই অস্ত্র নিয়েছিল পৃথবের কাছ থেকে । 40 হাজার টাকার বিনিময়ে ওই অস্ত্র নিয়ে ছিল পঙ্কজ । তারপর সেটি কলকাতায় পৌঁছে দেয় অমিতের বাড়িতে ।