কলকাতা, 4 জুলাই: বাড়ি থেকে চুরি গেল লক্ষাধিক টাকার গয়না ৷ তবে, পুলিশে অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ল মূল অভিযুক্ত (Police Arrests One Person for Theft Case in Patuli) ৷ দক্ষিণ কলকাতার পাটুলির বিপি টাউনশিপের ঘটনায় উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া লক্ষাধিক টাকার গয়না ৷ তবে, এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে ৷ তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷
কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) অদ্রেশ পাঠক জানিয়েছেন, বছর 37-এর কবিতা আইচ রবিবার পাটুলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেখানে কবিতা আইচ জানান, সাজিদুল গাজি নামে এক যুবক এবং তাঁর কয়েকজন সঙ্গী গতকাল অর্থাৎ, 3 জুলাই তাঁর বাড়িতে কাজ করতে গিয়েছিলেন ৷ সাজিদুলরা চলে যাওয়ার পর তিনি দেখতে পান আলমারি খোলা এবং সেখানে রাখা মূল্যবান গয়না উধাও ৷ এর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ অভিযোগে কবিতা আইচ জানান, তাঁর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি গিয়েছে ৷