কলকাতা, 27 অক্টোবর : শহরে লক্ষাধিক টাকা নিয়ে ঘোরাফেরা ৷ সন্দেহ হওয়াতে জিজ্ঞাসাবাদ ৷ কোনও সদত্তর দিতে না-পাড়ায় চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশনের গোয়েন্দারা। চারজনকে ঠাকুরপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করে লালবাজারে আনা হয়েছে ৷ তাদের বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, চার ব্যক্তির নাম, সাহিদ আলি, আব্দুল নাসির, ইমতেয়াজ খান, আব্দুল সাহবাজ ওরফে রিংকু। তারা কোথাকার বাসিন্দা তা এখনও জানতে পারেননি গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ওয়াচ সেকশনের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, আমাদের কাছে আগাম তথ্য না-থাকলেও এক সোর্স থেকে এই খবর পেয়েই তড়িঘড়ি সাদা পোশাকে ঠাকুরপুকুর থানা এলাকায় হানা দেন ওয়াচ সেকশনের গোয়েন্দারা। ওই চার ব্যক্তি উদ্দেশ্যহীন অবস্থায় রাস্তায় ঘুরছিল। সন্দেহ হওয়াতে তাদের জিজ্ঞাসাবাদ করতেই ব্যাগ থেকে 30 লক্ষ টাকা উদ্ধার হয় ৷