কলকাতা, 9 জুলাই: গল্ফগ্রিনে যুবতীকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে (Police Arrests A Man for Molestation Charge in Golf Green) ৷ জানা গিয়েছে, অভিযুক্ত শেখ বিনোদ ওরফে শেখ আকতার শহরের কুখ্যাত দুষ্কৃতী ৷ অভিযোগ যুবতীকে সিগারেটের সঙ্গে মাদক সেবন করিয়ে তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় ৷ এ নিয়ে পুলিশে অভিযোগ যাতে না করা হয়, তার জন্য নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷
ওই নির্যাতিতা এ দিন গল্ফগ্রিন থানায় অভিযোগে জানিয়েছেন, ভয় দেখাতে কয়েকদিন আগে শেখ বিনোদ তাঁর বোনের উপর চড়াও হন ৷ তার পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, দীর্ঘ কয়েকমাস আগে ওই যুবতীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের ৷ গত 27 জুন ওই যুবতীকে বিনোদ গল্ফগ্রিনে নিজের গোপন ডেরায় নিয়ে যান ৷ অভিযোগ সেখানে তাঁকে সিগারেটের সঙ্গে মাদক মিশিয়ে নেশা করানো হয় ৷ এর পর তাঁকে ধর্ষণের চেষ্টা হয় বলেও অভিযোগ করা হয় বলে পুলিশ সূত্রে খবর ৷