পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bansdroni Firing: বাঁশদ্রোণীতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 2 দুষ্কৃতী - সিসিটিভি

বাঁশদ্রোণীতে প্রোমোটিংকে কেন্দ্র করে গুলি চলার ঘটনায় 2 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতেরা হল শুভ ঘোষ এবং কার্তিক দাস ৷ গতকাল রাতে বাঁশদ্রোণীতে প্রদীপ দেবনাথ নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷

police-arrest-2-local-miscreants-for-bansdroni-shoot-out-incident
বাঁশদ্রোণীতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 2 দুষ্কৃতী

By

Published : Sep 10, 2021, 5:33 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : বাঁশদ্রোণীতে প্রোমোটিংকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন স্থানীয় যুবক শুভ ঘোষ এবং আরেকজন কার্তিক দাস ৷ এদের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা হয়েছে ৷ গতকাল রাতে বাঁশদ্রোণীর সোনালি পার্কের বাসিন্দা ব্যবসায়ী প্রদীপ দেবনাথের বাড়িতে হঠাৎই হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ প্রদীপবাবুর বাড়ির সিসিটিভি ফুটেজে ওই দুষ্কৃতীদের স্পষ্ট দেখা গিয়েছে ৷ যেখানে দেখা যায়, কয়েকজন দুষ্কৃতী তিন চারটে বন্দুক বের করে এক যুবকের মাথায় ঠেকাচ্ছে ৷ মাঝে কলাপসিবল গেট থাকায় তাঁর উপর সরাসরি হামলা করতে পারেননি ওই দুষ্কৃতীরা ৷ ফলে তাদের চালানো একটি গুলি ওই যুবকের হাতে লাগে ৷ তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷

সূত্রে খবর, প্রদীপ দেবনাথ নামে বাঁশদ্রোণীর এক স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রোমোটার তথা সমাজবিরোধী বলে পরিচিত নান্টি এবং কালার বিবাদ চলছিল ৷ অভিযোগ, গতকাল রাতে হঠাৎই নান্টি ও কালারের লোকজন প্রদীপ দেবনাথের বাড়িতে হামলা চালায় ৷ বাড়ির ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা ৷ সেই সময় প্রদীপ দেবনাথের বাড়িতে অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবকও ছিলেন ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কলাপসিবল গেটের বাইরে থেকে হাত বাড়িয়ে অভিষেকের মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা ৷ সেই সময় গেটের ভিতরের দিকে ঝুঁকে কিছু একটা করছিলেন তিনি ৷ তাঁর দিকে বন্দুক তাক করতেই অভিষেক মুখোপাধ্যায় দৌড়ে ভিতরে চলে যান ৷ কিন্তু, ততক্ষণে একটি গুলি তাঁর ডান হাতে লেগে যায় ৷ গেটে তালা লাগানো থাকায় প্রাণে বেঁচে যান প্রদীববাবু ৷ অন্যদিকে, অভিষেক মুখোপাধ্যায়ের হাতে গুলি লাগতেই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : Bansdroni Firing: বাঁশদ্রোণীতে প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ

এই ঘটনায় প্রদীপ দেবনাথের বাড়ির সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে পুলিশ শুভ ঘোষ এবং কার্তিক দাসকে চিহ্নিত করে ৷ তারা নান্টি এবং কালার হয়ে কাজ করে বলে জানা গিয়েছে ৷ বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ পাশাপাশি দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে ৷ কারণ সম্প্রতি কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক করেছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ যেখানে শহরের সব থানার আধিকারিকদের আইনশৃঙ্খলার উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছিল ৷ কিন্তু, কোথায় কী ? বাঁশদ্রোণীর ঘটনা দেখিয়ে দিল, শহর এবং শহরবাসী নিরাপত্তার অব্যবস্থার হাল ৷ যেখানে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গুলি চালাচ্ছে দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন :ganja-recovered: গাড়ির গোপন চেম্বার থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

এই ঘটনায় বাড়ির মালিক প্রদীপ দেবনাথের অভিযোগ, তাঁকে মারতেই ওই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল ৷ গেট বন্ধ থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন ৷ তবে, অভিষেক মুখোপাধ্যায় নামে ওই যুবক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়ে ঘটনার তদন্তে প্রদীপ দেবনাথের বাড়িতে যান লালবাজার থেকে গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details