কলকাতা, 19 সেপ্টেম্বর : আগামী 30 সেপ্টেম্বর রাজ্যের তিন আসনে নির্বাচন ও উপনির্বাচনের কাজের জন্য পুলিশ মাঝ রাস্তা থেকে যাত্রী নামিয়ে বাস তুলে নিচ্ছে বলে অভিযোগ করলেন বেসরকারি বাস মালিকপক্ষ । কোনও রকম রিকুইজিশন না করেই হুমকি দিয়ে ও যাত্রীদের ভাড়া ফেরত করিয়ে বাস তুলে নিচ্ছে পুলিশ ৷ এভাবে কী করে বাস তুলে নেওয়া যায় তা নিয়ে প্রশ্ন তুলছে মালিকপক্ষ ।
আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে তিনটি বিধানসভা আসনে উপ-নির্বাচন । প্রত্যেকবারের মতো এবারেও নির্বাচনের কাজের জন্য নেওয়া হচ্ছে বেসরকারি বাস । তবে যে পন্থায় বাস নেওয়া চলছে তা নিয়ম-বিরুদ্ধে বলে দাবি করলেন মালিকরা । অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "আগামী 30 সেপ্টেম্বরের নির্বাচনের জন্য কলকাতা পুলিশ রাস্তা থেকে বাস ও মিনিবাস হুকুম দিয়ে দখল করে নিয়ে যাচ্ছে । যদিও কলকাতা পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে আমাদের সংগঠনের অনেক আগেই একটি বৈঠক হয়েছিল । সেই বৈঠকে স্থির হয়ে যে, নির্বাচনের কাজের বাস নিতে হলে রিকুইজিশন করে তবেই বাস নিতে হবে । আগাম রিকুইজিশন ছাড়া গাড়ি রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হবে না । করোনাকালে বাসের চালক বা কন্ডাক্টারদের এক কাপড়ে তুলে নিয়ে যাওয়াটাও অমানবিক ।" বাস সমিতির সম্পাদক জানান, বিষয়টি পুলিশের উচ্চপর্যায়ে মৌখিক ভাবে জানিয়েছে সংগঠন । এরপর লিখিতভাবেও চিঠি দেওয়া হবে ।