পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আন্দোলনরত বৃক্তিমূলক শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ - আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ মোট চার দফা দাবিতে আজ সকাল থেকেই কারিগরি ভবনের বাইরে অবস্থানে বসেন বৃত্তিমূলক শিক্ষকরা ৷ আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ৷

পুলিশের লাঠিচার্জের অভিযোগ

By

Published : Aug 21, 2019, 7:04 PM IST

Updated : Aug 21, 2019, 8:21 PM IST

কলকাতা, 21 অগাস্ট : আন্দোলনরত শিক্ষকদের উপর ফের পুলিশের লাঠিচার্জের অভিযোগ ৷ দিন কয়েক আগেই নদিয়ার কল্যাণীতে অবস্থানরত পার্শ্ব শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ সল্টলেকে পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে৷ আজ ফের কলকাতার এস এন ব্যানার্জি রোডে বৃত্তিমূলক শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ ৷

আরও পড়ুন : পুলিশ-পার্শ্ব শিক্ষক ধস্তাধস্তি, অবরুদ্ধ সল্টলেক

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ মোট চার দফা দাবিতে আজ সকাল থেকেই কারিগরি ভবনের বাইরে অবস্থানে বসেন বৃত্তিমূলক শিক্ষকরা ৷ বিকেল 4 টে নাগাদ সেখান থেকে বিক্ষোভাকারীদের চলে যেতে বলে পুলিশ ৷ এরপরই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷ আন্দোলনকারীরা এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন ৷ সেখান থেকেও তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ ৷ কিন্তু তাঁরা উঠতে না চাইলে পুলিশের সঙ্গে বচসা বাধে ৷ অভিযোগ, সে সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে ৷ আন্দোলনকারীদের বক্তব্য, 10 জনকে গ্রেপ্তার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে ৷

অবস্থানে বৃত্তিমূলক শিক্ষকরা

শঙ্কর চট্টোপাধ্যায় (বিক্ষোভকারী) বলেন, " আমরা সবাই বসেছিলাম । একজনের মাথা ফাটিয়ে দিয়েছে । এমনভাবে একজনকে মারল, তিনি আছাড় খেয়ে পড়ে যান । মহিলাদের সামনে বসিয়ে রাখা হয়েছিল । এক মহিলার হাতে আঘাত লেগেছে । আমাদের প্রায় 65 জন আহত হয়েছেন । প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিল ৷ কিন্তু ফিরে এসে জানান, কোনও সুরাহা হয়নি । বললেন, আপনারা সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে চলে যান । আমরা সুষ্ঠুভাবে বসেই থাকতে চেয়েছিলাম । পুলিশ আমাদের লাঠি মেরে সবাইকে বাইরে বের করে দিল । "

আরও পড়ুন : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

এর আগে আজ দুপুর 1 টা নাগাদ 8 সদস্যের একটি প্রতিনিধি দল কারিগরি মন্ত্রী পুর্নেন্দু বসুর কাছে স্মারকলিপি জমা দিতে যান । ফিরে এসে প্রতিনিধি দলের একজন বসিকান্ত রায় বলেন, "মন্ত্রী আমাদের দাবিদাওয়া নিয়ে কিছু বলেননি । উনি বলছেন আপনাদের যে গণতান্ত্রিক আন্দোলন সেটা ন্যায্য । আপনাদের দাবি সবই ন্যায্য । কিন্তু, এই বিষয়ে আমার একারপক্ষে সবকিছু করা সম্ভব নয় । আপনারা বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানান । দেখবেন নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে । আপনারা যে গণতান্ত্রিক আন্দোলন করছেন সেটার আমি বিরোধিতা করছি না । পুলিশ যাতে আপনাদের গায়ে হাত না দেয় সেটা আমি দেখব ।" এরপরেও কীভাবে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে সে নিয়ে উঠছে প্রশ্ন ৷

ভিডিয়োয় দেখুন...
Last Updated : Aug 21, 2019, 8:21 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details