পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পোলবার দুর্ঘটনায় জখম 2 শিশু এখনও সংকটে - দিব‍্যাংশ ভকত

দুর্ঘটনায় দিব‍্যাংশের ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে । তাকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে । ঋষভের ফুসফুসকে বাঁচানোর জন্য রবিবার তাঁর ট্র‍্যাকিওস্টমি করা হয়েছে । তবে ঋষভ ও দিব‍্যাংশের শারীরিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা ।

polba pulkar accident
পোলবার দুর্ঘটনা

By

Published : Feb 16, 2020, 9:25 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশুর সংকট এখনও কাটেনি । ঋষভ সিংকে এখনও এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এ রাখা হয়েছে । দিব‍্যাংশ ভকতের চিকিৎসা চলছে ট্রমা কেয়ার সেন্টারে । দুই শিশুর শারীরিক অবস্থার বিষয়ে এখনও উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা ।

শুক্রবার বেলা 12টা নাগাদ ঋষভ ও দিব‍্যাংশকে হুগলির ইমামবাড়া হাসপাতাল থেকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । দুর্ঘটনায় এই দুই শিশুর ফুসফুস সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাদের ভেন্টিলেশনে রাখা হয় । হাসপাতাল সূত্রে জানা গেছে, এই দুই শিশুর মধ্যে তুলনামূলক ভাবে বেশি সংকটে রয়েছে ঋষভ সিং । ভেন্টিলেশনের সাপোর্ট দিব‍্যাংশ ভকত নিতে পারলেও, এই সাপোর্ট নিতে পারছিল না ঋষভ । কারণ, এই দুইজনের ফুসফুসের মধ্যে কাদা-জল ঢুকে গেছিল । ঋষভের ফুসফুস সেভাবে কাজ করতে পারছিল না । তার শারীরিক অবস্থার অবনতিও হতে থাকে । যে কারণে, শুক্রবার রাত থেকে ঋষভকে ECMO-তে রাখা হয়েছে । এই চিকিৎসার মাধ্যমে ঋষভের ফুসফুস বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা ৷

হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুর মধ্যে দিব‍্যাংশ ভকতের ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে । তাকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে । এদিকে, ঋষভের ফুসফুসকে বাঁচানোর জন্য রবিবার তার ট্র‍্যাকিওস্টমি করা হয়েছে । এই দুই শিশুর শারীরিক অবস্থার বিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র রবিবারও জানিয়েছেন, এখনও সংকটে রয়েছে এই দুই শিশু ।

ABOUT THE AUTHOR

...view details