পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শারীরিক অবস্থা স্থিতিশীল, আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন কবি শঙ্খ ঘোষ - বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ-এর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল

কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ গতকাল সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শরীরের বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল থাকলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে ৷

sankha-ghose
শঙ্খ ঘোষ

By

Published : Jan 24, 2020, 1:40 AM IST

কলকাতা, ২4 জানুয়ারি : বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । বুকে সংক্রমণের কারণে গত ২১ জানুয়ারি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শরীরের বিভিন্ন প্যারামিটার যদি স্থিতিশীল থাকে তবে আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে ৷

২১ জানুয়ারি বেলা 12 টা 15 মিনিট নাগাদ মুকুন্দপুরের ওই হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ দীর্ঘদিন ধরে কবির চিকিৎসা করছেন চিকিৎসক চিন্ময়কুমার মাইতি ৷ কবির শারীরিক অবস্থার বিষয়ে বুধবার সংবাদমাধ্যমে ওই চিকিৎসক বলেছিলেন, " ২ থেকে ৩ দিন ধরে শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের জ্বর, কফ-কাশি, শ্বাসকষ্ট ছিল । এই অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ কবির বুকে সংক্রমণ হয়েছে ৷ যাকে চেস্ট ইনফেকশন বলে ৷ এই রকম বয়সে যেহেতু শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানা রকম সমস্যা হয়, সমস্যা থাকে, তার ফলে সাধারণ সংক্রমণও মারাত্মক হয়ে যেতে পারে যে কোনও সময় ৷ এই কারণে ওঁকে আমরা এখানে ভরতি করিয়েছি ৷ পুরো চেক আপ হবে ৷"

অ্যাকিউট যে প্রবলেম দেখা দিয়েছিল, তার যথাযথ চিকিৎসার জন্য কবিকে ভরতি করানো হয়েছে ৷ চিকিৎসায় তিনি ভালো রকম সাড়া দিয়েছেন ৷ তিনি এখন অনেকটাই ভালো আছেন ৷ তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার অনেকটা ইমপ্রুভ করেছে ৷ এই কথা জানিয়ে বুধবার চিকিৎসক চিন্ময়কুমার মাইতি আরও বলেছিলেন, "কবির নানা রকম সমস্যা রয়েছে ৷ চেস্ট রিলেটেড সমস্যা আছে ৷ একটু পারকিনসোনিয়ান ব্যাপার আছে ৷ একটু নিউরোলজিক্যাল ইস্যু আছে ৷তবে সব মিলিয়ে এখন যে সমস্যা চেস্টে ইনফেকশন, এটা ইমপ্রুভ করছে ৷ এখন উনি সুস্থ আছেন ৷ স্থিতিশীল আছেন ৷ আশা করছি আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে ১-২ সপ্তাহ সময় লাগবে ৷ এই অবস্থায় ফিরে আসতে ওঁর এখন বিশ্রামের প্রয়োজন ৷ কম বয়সে কারও চেস্টে ইনফেকশন হলে সাত দিন পরে সুস্থ হন তিনি, কিন্তু ওঁর ক্ষেত্রে অবশ্যই ২-৩ সপ্তাহ সময় লাগবে ৷"

বৃহস্পতিবার সন্ধ্যার পরে চিকিৎসক চিন্ময়কুমার মাইতির কাছে কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, " উনি এখন ভালো আছেন ৷ শারীরিক অবস্থা ইমপ্রুভ করছে ৷" হাসপাতালে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তার কিছুটা যদি বাড়িতে ব্যবস্থা করা না হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে ৷ এই বিষয়টি দেখা হচ্ছে ৷ এ কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, "কত তাড়াতাড়ি কবিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে, সে'টা আমরা দেখছি ৷"

ABOUT THE AUTHOR

...view details