পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনা আক্রান্ত জয় গোস্বামী, ভর্তি হাসপাতালে - কোভিড 19

করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী । করোনা আক্রান্ত কবির স্ত্রী কাবেরী গোস্বামীও । তিনিও হাসপাতালে ভর্তি ।

JOY

By

Published : May 17, 2021, 2:51 AM IST

কলকাতা, 17 মে : করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী । রবিবার দুপুরে তাঁর করোনা পরীক্ষা হয় । রাতে জানা যায় তিনি করোনা আক্রান্ত । চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল কবির অবস্থা ।

রবিবার সকালে জ্বর আসে কবির । সঙ্গে বমিও । দ্রুত কোভিড পরীক্ষার কথা বলেন চিকিৎসকরা । সময় নষ্ট না করে হাসপাতালে ভর্তি করা হয় 66 বছরের কবিকে । প্রথমে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হলেও পজিটিভ রিপোর্ট জানার পরই কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে ।

করোনা আক্রান্ত কবির স্ত্রী কাবেরী গোস্বামীও । তিনিও হাসপাতালে ভর্তি ।

আরও পড়ুন :ভ্যাকসিন নেওয়া হল না, করোনায় প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কবি শঙ্ঘ ঘোষ । প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রীও ।

ABOUT THE AUTHOR

...view details