কলকাতা, 10 অক্টোবর:শিশু থেকে বয়স্ক সকলের জন্যই রয়েছে নিউমোনিয়ার হাত থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা। দু'বয়সি মানুষের জন্যই রয়েছে পর্যাপ্ত ভ্যাকসিন। তবে মাঝবয়সী যারা তাদের যদি এই রোগে ভোগান্তি থাকে তখন কী হবে! এবার সেই ব্যবস্থাই করা হল। আগামী 11 অক্টোবর অর্থাৎ আগামিকাল থেকে নিউমোনিয়ার নতুন ভ্যাকসিনের চতুর্থ পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে রাজ্যে (Pneumonia Vaccine Trial to start in WB)। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের (School of tropical medicine) পরীক্ষামূলক গবেষণাগারে সেই ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। মূলত 18 বছর বয়সী থেকে 49 বছর বয়সী পর্যন্ত স্বেচ্ছাসেবকদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে ৷
এর আগে দেশজুড়ে ছয় সপ্তাহ থেকে 17 বছর বয়সি এবং পঞ্চাশোর্ধ্বদের শরীরে 'প্রেভনার 13' নামের নিউমোনিয়ার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল । এরপরেই 2021 সালের মে মাসে 18-49 বছর বয়সিদের উপরেও নিউমোনিয়া ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয় ডিসিজিআই । ভারতে মোট পাঁচটি হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। বাংলায় একমাত্র স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনকেই বেছে নেওয়া হয়েছে ট্রায়ালের জন্য। এই ট্রায়ালে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হয়েছেন চিকিৎসক শান্তনু মুন্সি (Doctor Santanu Munshi)। মোট 200 জনের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।