কলকাতা, 7 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের কিষান সম্মাননিধি প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জটিলতা কেটেছে সম্প্রতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ওই প্রকল্প রাজ্যে চালু করার সম্মতি দিয়েছেন। এর পর এই প্রকল্পের সুবিধা যাতে বাংলার কৃষকদের হাতে দ্রুত পৌঁছে যায়, তাই তড়িঘড়ি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বুধবার রাজ্যের কাছে কেন্দ্রের তরফে একটি চিঠি আসে। ওই চিঠিতে রাজ্যকে এই প্রকল্পের দেখাশোনার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে।
ওই চিঠিটি লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লিখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। চিঠিতে কেন্দ্রীয়মন্ত্রী লিখেছেন যে রাজ্যের 20 লাখ কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন। আর এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হবে নোডাল অফিসারের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে। এজন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলা হয়েছে। রাজ্য প্রশাসনের একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে।