পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 7, 2021, 3:55 PM IST

ETV Bharat / city

কিষান সম্মাননিধির জন্য রাজ্যকে নোডাল অফিসার নিয়োগের পরামর্শ কেন্দ্রের

চিঠি লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লিখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। চিঠিতে কেন্দ্রীয়মন্ত্রী লিখেছেন যে রাজ্যের 20 লাখ কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন। আর এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হবে নোডাল অফিসারের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে।

PM Kisan scheme: Centre asks Bengal govt to depute nodal officer
কিষান সম্মাননিধির জন্য রাজ্যকে নোডাল অফিসার নিয়োগের পরামর্শ কেন্দ্রের

কলকাতা, 7 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের কিষান সম্মাননিধি প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জটিলতা কেটেছে সম্প্রতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ওই প্রকল্প রাজ্যে চালু করার সম্মতি দিয়েছেন। এর পর এই প্রকল্পের সুবিধা যাতে বাংলার কৃষকদের হাতে দ্রুত পৌঁছে যায়, তাই তড়িঘড়ি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বুধবার রাজ্যের কাছে কেন্দ্রের তরফে একটি চিঠি আসে। ওই চিঠিতে রাজ্যকে এই প্রকল্পের দেখাশোনার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে।

ওই চিঠিটি লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লিখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। চিঠিতে কেন্দ্রীয়মন্ত্রী লিখেছেন যে রাজ্যের 20 লাখ কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন। আর এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হবে নোডাল অফিসারের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে। এজন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলা হয়েছে। রাজ্য প্রশাসনের একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ছোটো ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর 6 হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। প্রতিবার 2 হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:প্রকৃত অধিনায়ক দলকেও খেলতে সাহায্য করেন, ফেসবুকে বিস্ফোরক লক্ষ্মীরতন

এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইশুতে একাধিকবার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন। বিজেপির অন্য নেতারাও তৃণমূলের সমালোচনা করেছেন। যদিও তৃণমূল বারবার দাবি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা কৃষকবন্ধু প্রকল্পে অনেক বেশি সাহায্য পাচ্ছেন বাংলার কৃষকরা।

ABOUT THE AUTHOR

...view details