কলকাতা, 4 এপ্রিল: লকডাউন পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন। আজ টুইট করে সেই ভাষণকে কড়া ভাষায় কটাক্ষ করলেন CPIM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর মন্তব্য, "বাংলার মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্ত হচ্ছেন।"
শনিবার সূর্যকান্ত মিশ্র নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, "বাংলার মানুষ কি দুর্যোগের সময় এসব মেনে নেবেন? এতে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহে বড় ঝুঁকি আছে, জেনেও বিশেষজ্ঞদের পরামর্শ পনেরো মিনিট না মেনে, জ্যোতিষি পাঁজি পুঁথি মতে নয় মিনিট আলো বন্ধ হবে?" এসব বামপন্থীরা মানবেন না বলে স্পষ্ট বার্তা দেন সূর্যকান্ত মিশ্র। টুইটে তিনি প্রশ্ন তোলেন, "কোরোনা সংক্রমণের বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ সংগ্রামের চেয়ে BJP-র প্রতিষ্ঠা দিবস মহান?"
টুইট ও রিটুইটে BJP-র প্রতি CPIM রাজ্য সম্পাদকের কটাক্ষ, "১৯৮০ সালের ৫ এপ্রিল রাত নটায় অটল বিহারী বাজপেয়ি, এলকে আদবানি, ভৈরোঁ সিং শেখাওয়াত প্রমুখ জনসঙ্ঘী নেতৃত্ব সিদ্ধান্ত করলেন নতুন রাজনৈতিক দল গঠনের। পরদিন অফিসিয়ালি আত্মপ্রকাশ করল ভারতীয় জনতা পার্টি।"
জনতার উদ্দেশে সূর্যকান্তর মিশ্রের প্রশ্ন, "৫ এপ্রিল রাত ৯ টায় মোমবাতি জ্বালানোর মানেটা বুঝলেন? " মানে অবশ্য নিজেই বলে দেন বর্ষীয়ান বামপন্থী নেতা। তাঁর কথায়, BJP-র ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে দীপাবলি পালনের কথাই বলেছেন প্রধানমন্ত্রী।
এদিকে বাম সংগঠন DYFI-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল তাঁরা প্রধানমন্ত্রীর উদ্দেশে ভাষণ দেবেন। "প্রধানমন্ত্রী দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কিন্তু তাঁর ভাষণ সম্পূর্ণ অন্তঃসারশূন্য। থালা বাজানো, মোমবাতি জ্বালানোর বার্তা দেওয়া ছাড়াও ওঁর আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।" মন্তব্য DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের। রবিবার সন্ধে ছটা ছয় মিনিটে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীর উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেছে DYFI।