পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ডাক্তার নয়, আমাদের মানুষ হিসেবেও ভেবে দেখুন" - Kolkata

একজন মানুষ হিসেবে ভাবলে বিষয়টি বুঝতে পারা যাবে । আমাদের কেন ডাক্তার হিসেবে ভেবে আলাদা করে দায়বদ্ধতা চাপানো হচ্ছে । কর্মবিরতি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন RG কর হাসপাতালের এক বিক্ষোভরত জুনিয়র ডাক্তার ।

RG কর হাসপাতাল চত্বর

By

Published : Jun 12, 2019, 10:55 AM IST

Updated : Jun 12, 2019, 12:21 PM IST

কলকাতা, 12 জুন : সাধারণ একজন মানুষ হিসেবে বিচার করলে চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভের বিষয়টি পরিষ্কার হবে । বলছেন কর্মবিরতিতে বসা RG কর-এর এক জুনিয়র ডাক্তার ।

চিকিৎসকদের কর্মবিরতি ও রোগী হয়রানি প্রসঙ্গে নীহারেন্দু মাল নামে ওই জুনিয়র ডাক্তার বলেন, "গতকালের ঘটনার তীব্র নিন্দা করছি । দোষীদের শাস্তি চাই । আমাদের নির্দিষ্ট নিরাপত্তা চাই । অবশ্যই রোগী দেখব । কিন্তু আমরা তো মানুষ । আমাদের মানুষ হিসেবে ভাবুন । একজন মানুষ হিসেবে ভাবলে বিষয়টি বুঝতে পারা যাবে । আমাদের কেন ডাক্তার হিসেবে ভেবে আলাদা করে দায়বদ্ধতা চাপানো হচ্ছে ।"

শুনুন বক্তব্য

অন্যদিকে, গতকাল বিকেল থেকে বউমাকে নিয়ে হাসপাতালে আসা মিনতি সরকার এখনও ডাক্তারই দেখাতে পারেননি । গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত হাসপাতাল চত্বরেই পড়ে আছেন । মিনতির মতো একই অবস্থা RG Kar-এ আসা অন্যান্য রোগী ও তার পরিজনদের ।

এই সংক্রান্ত আরও খবর : "আমাদের দু'জনকে তখন ঘিরে ফেলেছে জনা 15 উন্মত্ত জনতা"

গতকাল NRS-র ঘটনার জেরে নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের পাঁচটি সংগঠন সমস্ত সরকারি কলেজ ও হাসপাতালে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে বহির্বিভাগ । যার জেরে চূড়ান্ত নাকাল হচ্ছেন রোগী ও তাঁর পরিজন । স্বাভাবিকভাবেই সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ।

Last Updated : Jun 12, 2019, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details