কলকাতা, 6 জুলাই : কোভিড-19 রোগীদের সুস্থ করে তুলতে কলকাতায় সরকারি হাসপাতালে শুরু হয়েছে প্লাজ়মা থেরাপির ট্রায়াল । এবার কলকাতার বেসরকারি এক হাসপাতালেও এই ট্রায়াল শুরু হতে চলেছে । মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে প্লাজ়মা থেরাপির ট্রায়াল শুরু হওয়ার পাশাপাশি প্লাজ়মা ব্যাঙ্কও চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে ।
কোভিড-19এর চিকিৎসার জন্য এখনও পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি । তবে, এর ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে জোরকদমে । এদিকে, কোরোনা রোগীদের সুস্থ করে তুলতে বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে প্লাজ়মা থেরাপির প্রয়োগও হচ্ছে । কলকাতায় ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে প্লাজ়মা থেরাপির ট্রায়াল চলছে । এর জন্য প্লাজ়মা প্রস্তুত করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।
এ বার মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে কোরোনা রোগীদের চিকিৎসায় প্লাজ়মা থেরাপির প্রয়োগ হতে চলেছে । বেসরকারি এই হাসপাতালের চিকিৎসক কুণাল সরকার বলেন, "আমরা আশা করছি এই সপ্তাহ থেকে প্লাজ়মা থেরাপি শুরু করতে পারব । প্লাজ়মা ব্যাঙ্কও থাকছে আমাদের এখানে ।" ইতিমধ্যেই বেসরকারি এই হাসপাতাল থেকে অনেক কোরোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । তার উপর, সুস্থ হয়ে ওঠা রোগীদের নেটওয়ার্কও গড়ে উঠেছে । এর ফলে, সুস্থ হয়ে ওঠা অনেক রোগী এই ব্যাঙ্কে প্লাজ়মা দান করবেন বলে আশায় রয়েছেন এই চিকিৎসক । বেসরকারি এই হাসপাতালে যে প্লাজ়মা ব্যাঙ্ক চালু হতে চলেছে , সেখান থেকে অন্য হাসপাতালের প্রয়োজনে প্লাজ়মা সংগ্রহ করা যাবে বলেও তিনি জানিয়েছেন ।
কোরোনা রোগীদের চিকিৎসায় প্লাজ়মা থেরাপির জন্য সুস্থ হয়ে ওঠা রোগীর প্লাজ়মা প্রয়োজন । যে সব কোরোনা রোগী সুস্থ হয়ে যান, তাঁদের শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় । অন্য ভাইরাস সংক্রমণের ক্ষেত্রেও শরীরে তৈরি হয় অ্যান্টিবডি । এই অ্যান্টিবডি অর্থাৎ, প্রতিরোধ ক্ষমতা অন্য কোনও রোগীর শরীরে প্রয়োগকে বলে সিরাম বা প্লাজ়মা ট্রিটমেন্ট । বিভিন্ন ক্ষেত্রে প্লাজ়মা ট্রিটমেন্ট করা হয় । যেমন, অ্যান্টি ডিপথেরিক সিরাম, অ্যান্টি টিটেনাস সিরাম । চিকিৎসকরা জানিয়েছেন, যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদের প্লাজ়মা ট্রিটমেন্ট দেওয়া হলে অনেকটা উপকার পেতে দেখা গিয়েছে । যার জেরে, কোভিড-19 রোগীদের ক্ষেত্রেও প্লাজ়মা থেরাপির প্রয়োগ হচ্ছে ।