পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CAA-এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করাতে মমতাকে চিঠি বিজয়নের

CAA-র বিরুদ্ধে আগেই এক কাট্টা হওয়ার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারে সেই ডাকে সাড়া দিয়ে চিঠি দিলেন কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।

NRC
মমতাকে চিঠি বিজয়নের

By

Published : Jan 3, 2020, 11:58 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : CAA-এর বিরুদ্ধে আগেই ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এবারে তাঁর সেই ডাকে সাড়া দিয়ে চিঠি দিলেন কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । CAA বিরোধিতায় ইতিমধ্যেই প্রস্তাব পাশ হয়েছে কেরালা বিধানসভায় । পশ্চিমবঙ্গের বিধানসভাতেও বাংলার মুখ্যমন্ত্রী যাতে এই আইনের বিরোধিতায় প্রস্তাব পাশ করান সেই আবেদন করলেন কেরালার মুখ্যমন্ত্রী ।

বিজয়নের পাঠানো চিঠির প্রতিলিপি

গত 31 ডিসেম্বর কেরালা বিধানসভায় CAA বিরোধীতায় প্রস্তাব পাশ হয়েছে । বাংলার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সে কথা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী ।

শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে 11 টি অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি । প্রসঙ্গত, গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, "17 দলের পক্ষ থেকে কেরালার জনগণকে অভিনন্দন জানাচ্ছি । আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ধরনের প্রস্তাব পাশ করার অনুরোধ করছি ।"

এরপর বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বিধানসভায় প্রস্তাব পাশে দাবি নিয়ে এল কেরালার মুখ্যমন্ত্রীর চিঠি ।

ABOUT THE AUTHOR

...view details