পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PIL demanding Howrah municipal corporation election: অবিলম্বে হাওড়া পৌরনিগমের ভোট চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা - হাওড়া পৌরনিগম নির্বাচন

অবিলম্বে হাওড়া পৌরনিগমের ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে (calcutta high court) জনস্বার্থ মামলা দায়ের করলেন জনৈক মৌসুমী রায় (PIL demanding Howrah municipal election) ৷

pil on calcutta high court demanding Howrah municipal election immediately
অবিলম্বে হাওড়া পৌরনিগমের ভোট চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

By

Published : Dec 28, 2021, 2:24 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: অবিলম্বে হাওড়া পৌরনিগমের নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে (calcutta high court) দায়ের হল জনস্বার্থ মামলা (PIL demanding Howrah municipal election)। মামলা দায়ের করলেন মৌসুমী রায় নামে এক মহিলা । পৌরনির্বাচনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয়েছে এই মামলা । গতকালই রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পৌরনিগমকে বাদ দিয়ে রাজ্যের চারটি পৌরনিগমে নির্বাচনের কথা ঘোষণা করেছে । কেন হাওড়া পৌরনিগমকে (Howrah municipal election news) বাদ রেখে বাকি চারটি পৌরসভার নির্বাচন করা হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী মৌসুমী রায় ।

গতকাল সন্ধ্যায় মৌসুমী রায়ের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল মারফৎ প্রধান বিচারপতিকে একটি ই-মেইল পাঠান । সেই ই-মেইলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে অবিলম্বে জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বেঞ্চ গঠন করে বিষয়টি শুনানির আবেদন জানান তিনি । প্রধান বিচারপতি আজ মামলাকারীকে মামলা দায়ের করতে বলেছিলেন । সেই নির্দেশমতোই আজ মৌসুমী রায়ের মামলাটি দায়ের হয়েছে । তবে কবে বা কখন এই মামলার শুনানি হবে, এখনও প্রধান বিচারপতি সেই বিষয়টি স্পষ্ট করেননি ।

আরও পড়ুন:Jagdeep Dhankhar on HMC Amendment Bill : সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন, হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে মন্তব্য রাজ্যপালের

23 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে পৌরনির্বাচন সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল 22 জানুয়ারি রাজ্যের মোট পাঁচটি পৌরনিগমের ভোট তারা প্রথম দফায় করতে চায় । সেই পাঁচটি পৌরনিগমের মধ্যে ছিল হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল । তবে হাওড়া পৌরনিগমের সঙ্গে বালি পৌরসভার ভোট একসঙ্গে হবে কি না সেই নিয়ে ধোঁয়াশা ছিল । বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়ে গেলেও রাজ্যপাল জগদীপ ধনকড় এখনও সেই বিলে সই করেননি । যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়েছিলেন যে, রাজ্যপাল ওই বিলে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন । সেইমতো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশনামায় জানিয়ে দেয় যে, হাওড়া এবং বালি পৌরসভায় আলাদা আলাদা ভোট করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই । কিন্তু পরে জানা যায়, রাজ্যপাল জানিয়েছেন যে তিনি ওই বিলে সই করেননি । ফলে নতুন করে তৈরি হয় জটিলতা ।

আরও পড়ুন :HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

গতকাল রাজ্য নির্বাচন কমিশন যখন হাওড়া পৌরনিগমকে বাদ দিয়ে বাকি চারটি পৌরনিগমে ভোটের কথা ঘোষণা করে, তখন এই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে । এ ব্যাপারে মামলাকারীর বক্তব্য, হাওড়া পৌরনিগম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে । কারা এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন সে ব্যাপারে তদন্ত করার দাবিও তুলেছেন মামলাকারী ।

ABOUT THE AUTHOR

...view details