কলকাতা, 29 মার্চ : বসিরহাটের মাটিয়া ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত এবং উপযুক্ত আর্থিক সাহায্যের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL for Judicial Inquiry in Matia Rape Case) ৷ সুমিত্রা নিয়োগী নামে এক আইনজীবী আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷
আইনজীবীর বক্তব্য, এই ঘটনা দিল্লির নির্ভয়াকাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে ৷ যেভাবে 11 বছর বয়সি কিশোরীর উপর যৌন অত্যাচার চালানো হয়েছে, তা নারকীয় ৷ অত্যাচারের সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির নির্দেশ দিক আদালত ৷ তিনি আবেদন জানিয়েছেন, আদালতের তত্ত্বাবধানে এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক ৷ নির্যাতিতা কিশোরীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ নির্যাতিতা বর্তমানে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে ৷ তিনি আদালতে জানান, চিকিৎসকরা জানিয়েছেন ওই কিশোরী সম্পূর্ণ বিপন্মুক্ত হয়নি ৷