কলকাতা, 4 জানুয়ারি :গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে জমায়েত হয়, এই বছরের জন্য তা বাতিল করা হোক। এই দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা করেছেন অজয়কুমার দে নামে এক ব্যক্তি। এর আগে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী, ছট ও পরে বর্ষবরণে যে ভিড় হয়, তার উপর রাশ টানতে মামলা করেছিলেন অজয়বাবু।
অজয়বাবু তাঁর আবেদনে আদালতকে জানিয়েছেন, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে যে জমায়েত হয়, তা এই বছরের জন্য পুরোপুরি বাতিল করা হোক। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য রাজ্য ও রেল যে বিশেষ পরিষেবার ব্যবস্থা করে, তাও বাতিল করার নির্দেশ দিক আদালত। একই সঙ্গে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কলকাতার বাবুঘাট ও ময়দান চত্বরে বিশাল জমায়েত হয় ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের। তাও বাতিল করার নির্দেশ দিক আদালত। আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।