পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গঙ্গাসাগর মেলায় জমায়েতে নিষেধাজ্ঞার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

জানুয়ারি মাসের মাঝামাঝি হওয়া এই মেলাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে অনেক আগেই। বিভিন্ন দপ্তরের সঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক একাধিক বৈঠক করেছেন। কোরোনা পরিস্থিতিতে এবছর গঙ্গাসাগর মেলায় ই-ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

pil filled against gangasagar mela to high court
গঙ্গাসাগর মেলায় জমায়েতে নিষেধাজ্ঞার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

By

Published : Jan 4, 2021, 7:32 PM IST

কলকাতা, 4 জানুয়ারি :গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে জমায়েত হয়, এই বছরের জন্য তা বাতিল করা হোক। এই দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা করেছেন অজয়কুমার দে নামে এক ব্যক্তি। এর আগে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী, ছট ও পরে বর্ষবরণে যে ভিড় হয়, তার উপর রাশ টানতে মামলা করেছিলেন অজয়বাবু।

অজয়বাবু তাঁর আবেদনে আদালতকে জানিয়েছেন, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে যে জমায়েত হয়, তা এই বছরের জন্য পুরোপুরি বাতিল করা হোক। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য রাজ্য ও রেল যে বিশেষ পরিষেবার ব্যবস্থা করে, তাও বাতিল করার নির্দেশ দিক আদালত। একই সঙ্গে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কলকাতার বাবুঘাট ও ময়দান চত্বরে বিশাল জমায়েত হয় ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের। তাও বাতিল করার নির্দেশ দিক আদালত। আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।

আরও পড়ুন:যে কোনও ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করতে পারে রাজ্য, মন্তব্য হাইকোর্টের

জানুয়ারি মাসের মাঝামাঝিতে হওয়া এই মেলাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে অনেক আগেই। বিভিন্ন দপ্তরের সঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক একাধিক বৈঠক করেছেন। কোরোনা পরিস্থিতিতে এবছর গঙ্গাসাগর মেলায় ই-ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি ই-প্রসাদ এবং ই-দর্শনের মাধ্যমে বাড়িতে বসেই মেলায় অংশ নিতে পারবেন তীর্থযাত্রীরা। এর জন্য জেলা প্রশাসনের তরফে একটি ওয়েবসাইট চালু করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে আগেই জানানো হয়েছিল। এই পরিস্থিতিতে আগামীকাল কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

ABOUT THE AUTHOR

...view details