কলকাতা, 11 এপ্রিল : শর্ত সাপেক্ষে জিডি বিড়লা স্কুল চালুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে (PIL Files in Calcutta HC against GD Birla School) । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান অভিভাবকরা । মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামিকাল শুনানির সম্ভাবনা মামলাটির ।
উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, ফি বকেয়া থাকার অভিযোগে কোনও ছাত্র-ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া যাবে না । পাশাপাশি নতুন ক্লাসে উত্তীর্ণ করা এবং পড়াশোনার ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করা যাবে না । ছাত্র-ছাত্রীদের মার্কশিট আটকে রাখা যাবে না ।