পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Doctors' Strike : আরজি কর মেডিক্যালে লাগাতার কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা - PIL filed in the Calcutta High Court against junior doctors strike at R G Kar Medical College

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা ৷ অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College and Hospital) জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতির জেরে ভেঙে পড়েছে চিকিৎসাব্যবস্থা ৷ তার প্রেক্ষিতেই দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা ৷

Doctors' Strike, R G Kar Medical College, Calcutta High Court
আরজি কর মেডিক্যালে লাগাতার কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

By

Published : Oct 23, 2021, 4:16 PM IST

কলকাতা, 23 অক্টোবর : আরজি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College and Hospital) জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে ভেঙে পড়ছে চিকিৎসা ব্যবস্থা । এই দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা । অবিলম্বে পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, সেই আর্জি জানিয়েছেন মামলাকারী । বিষয়টির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আজ শনিবার হলেও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । শীঘ্রই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।

গত অগস্ট মাস থেকে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন দাবিতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আন্দোলন করছিলেন । এই আন্দোলনে ছাত্রছাত্রীদের অন্যতম দাবি হচ্ছে, অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে । এই দাবিতে জুনিয়র ডাক্তাররা অনড় । দিনের পর দিন অনশন-অবস্থান করছেন তাঁরা । ফলে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসা ব্যবস্থায় এর সাংঘাতিক প্রভাব পড়েছে । সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না । এই পরিস্থিতিতে কিছুদিন আগে তৃণমূল সাংসদ শান্তনু সেন, বিধায়ক নির্মল মাঝি ও অতীন ঘোষ জুনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন । জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানান । তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন । ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন রোগীর পরিবারের লোকেরা ।

এদিন মামলাকারীর তরফে আইনজীবী সুমিতাভ চক্রবর্তী অবিলম্বে জুনিয়র ডাক্তাররা যাতে কর্মবিরতি তুলে নেন সেই আর্জি জানিয়েছেন । মামলাকারীর বক্তব্য, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা যেমন ব্যাহত হচ্ছে, তেমনই আউটডোরে রোগীরা এসে চিকিৎসা পাচ্ছেন না । রোগী ভর্তিতে বাধা দেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে আদালত চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে রাজ্যকে নির্দেশ দিক ।

আরও পড়ুন : NRS আন্দোলনের এক বছর পরও অবস্থা বদলায়নি, অভিযোগ ডাক্তারদের একাংশের

ABOUT THE AUTHOR

...view details