কলকাতা, 20 জুলাই:কলকাতা বিশ্ববিদ্যালয়ের(University of Calcutta) বিএ এলএলবি কোর্সে(BA LLB Course) পড়াশোনা করার জন্য প্রবেশিকা পরীক্ষা(entrance examination) নেওয়া হত ৷ করোনা পরিস্থিতির জন্য গত দুবছর সেই পরীক্ষা নেওয়া হয়নি । এবার সেই প্রবেশিকা পরীক্ষা অবিলম্বে চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের(PIL) করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় । মামলার পরিপ্রেক্ষিতে এদিন বিশ্ববিদ্যালয়কে নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
আইনজীবী বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ আইন বিষয়ে পড়ার জন্য প্রত্যেক বছর একটা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় । কিন্তু করোনা পরিস্থিতিতে গত দুবছর সেই পরীক্ষা নেওয়া হয়নি । চলতি বছরেও সেই পরীক্ষা না নিয়ে 'বেস্ট অফ ফোর' অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে চারটি বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে সেগুলোর ভিত্তিতে একজন ছাত্র বা ছাত্রীকে ভর্তি নেওয়া হবে ।" গত বছর কাট অফ মার্কস নেমেছিল 90 শতাংশ । এই বিপুল নম্বরের বিষয় প্রশ্ন তুলেছেন তিনি ৷ অবিলম্বে যাতে প্রবেশিকা পরীক্ষা চালু করা হয়, সেই ব্যবস্থা করুক বিশ্ববিদ্যালয় দাবি করেছেন আইনজীবী ।