পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PIL for CU Entrance Exam: কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ফেরানোর দাবিতে মামলা হাইকোর্টে - কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ফেরানোর দাবিতে মামলা হাইকোর্টে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের(University of Calcutta)আইন পড়ার ক্ষেত্রে ভর্তির প্রবেশিকা পরীক্ষা(entrance examination)ফেরানোর দাবিতে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) ৷

PIL for CU Entrance Exam
High Court

By

Published : Jul 20, 2022, 9:55 PM IST

কলকাতা, 20 জুলাই:কলকাতা বিশ্ববিদ্যালয়ের(University of Calcutta) বিএ এলএলবি কোর্সে(BA LLB Course) পড়াশোনা করার জন্য প্রবেশিকা পরীক্ষা(entrance examination) নেওয়া হত ৷ করোনা পরিস্থিতির জন্য গত দুবছর সেই পরীক্ষা নেওয়া হয়নি । এবার সেই প্রবেশিকা পরীক্ষা অবিলম্বে চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের(PIL) করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় । মামলার পরিপ্রেক্ষিতে এদিন বিশ্ববিদ্যালয়কে নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আইনজীবী বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ আইন বিষয়ে পড়ার জন্য প্রত্যেক বছর একটা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় । কিন্তু করোনা পরিস্থিতিতে গত দুবছর সেই পরীক্ষা নেওয়া হয়নি । চলতি বছরেও সেই পরীক্ষা না নিয়ে 'বেস্ট অফ ফোর' অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে চারটি বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে সেগুলোর ভিত্তিতে একজন ছাত্র বা ছাত্রীকে ভর্তি নেওয়া হবে ।" গত বছর কাট অফ মার্কস নেমেছিল 90 শতাংশ । এই বিপুল নম্বরের বিষয় প্রশ্ন তুলেছেন তিনি ৷ অবিলম্বে যাতে প্রবেশিকা পরীক্ষা চালু করা হয়, সেই ব্যবস্থা করুক বিশ্ববিদ্যালয় দাবি করেছেন আইনজীবী ।

জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন :কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফলাইন পরীক্ষায় আদালত আর হস্তক্ষেপ করবে না, রায় হাইকোর্টের

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের সমস্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে সমস্ত পরীক্ষা শেষ পর্যন্ত অফলাইনেই নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল । এই নিয়ে আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার জানিয়েছিলেন অনলাইনে পরীক্ষা নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের মান পড়ে যেতে পারে । স্বভাবতই আইনি পড়াশোনার ক্ষেত্রেও এই প্রবেশিকা পরীক্ষা কেন নেওয়া হবে না সেই প্রশ্ন উঠছে ।

ABOUT THE AUTHOR

...view details