কলকাতা, 1 সেপ্টেম্বর:দুর্গাপুজোর অনুদান (Durga Puja Donation) নিয়ে আবারও নতুন জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷ যদিও অন্যান্য মামলা থেকে এই মামলার বিষয়বস্তু একটু আলাদা ৷ মামলায় প্রশ্ন রাখা হয়েছে রাজ্যের বাজেটে এই অনুদানের জন্য কোনও টাকা বরাদ্দ ছিল কি না ? যদি না থাকে কীভাবে সরকার এই টাকা বরাদ্দ করল ? 60 শতাংশ ছাড় বিদ্যুৎ পরিষেবায় দেওয়ার কথা পুজোয় ৷ সেই সুবিধা রাজ্যের সব ডোমেসটিক কানেকশন হোলডারকেও দেওয়ার আবেদন জানানো হয়েছে মামলায় ।
এই মামলায় বলা হয়েছে, 2016 সালে রাজ্যে চালু হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড ৷ কিন্তু তাতে নার্সিংহোমগুলির কোটি কোটি টাকা বিল বাকি রয়েছে ৷ আর এই কার্ডে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না ৷ সরকার এ ব্যাপারে উদাসীন ৷ ফান্ড নেই বলে দায় এড়িয়ে যাচ্ছে । আমফানের ক্ষতিপূরণের কোটি কোটি টাকা এখনও বাকি ৷ সরকার সেই টাকা দেয়নি । কন্ট্রাকচুয়ালে অনেক সরকারি পোস্ট টাকার অভাবে সরকার বন্ধ করেছে ৷ কিন্ত দুর্গাপুজোর অনুদান দিতে সরকারের টাকার অভাব হয় না ।