কলকাতা, 4 মে:2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি ও স্বজন পোষণ করা হয়েছে ৷ এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL filed on 2014 TET recruitment) দায়ের করলেন তাপস ঘোষ নামে এক ব্যক্তি।
সম্প্রতি বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো আপলোড করেছেন ৷ সেখানে দমদম এলাকার এক নেতা দাবি করেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই একা প্রায় 300 জনকে প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন (Corruption in TET recruitment)। পাশাপাশি অন্যান্য নেতাদের সুপারিশ ক্রমে ও বিপুল অর্থের বিনিময়ে বহু জনকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে বলেও দাবি করা হয় । সেই ভিডিয়োর কথা উল্লেখ করে অবিলম্বে 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন মামলাকারী (PIL filed in Calcutta High Court)।