পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PIL in demand of removing Governor: রাজ্যপালকে সরানোর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যপাল জগদীপ ধনকড় (PIL in demand of removing Governor)-কে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা (PIL filed in Calcutta High Court)) ৷

pil-filed-in-calcutta-high-court-in-demand-of-removing-governor-jagdeep-dhankhar
রাজ্যপালকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

By

Published : Feb 8, 2022, 5:21 PM IST

Updated : Feb 8, 2022, 5:45 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি:সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (PIL in demand of removing Governor)। এই অভিযোগে রাজ্য থেকে রাজ্যপালকে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL filed in Calcutta High Court) দায়ের করা হল । মামলা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার ।

মামলাকারী আইনজীবীর দাবি, রাজ্যের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড় (demand of removing governor Jagdeep Dhankhar) যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী কাজ করছেন । পার্টির মুখপত্র হিসেবে কাজ করছেন । এই বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে রাজ্যপালকে স্থানান্তর করার আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু সেই চিঠির কোনও জবাব তিনি পাননি । সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি । আদালতের কাছে আর্জি জানিয়েছেন, রাজ্যপালকে অবিলম্বে কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিক আদালত । পাশাপাশি তাঁকে নির্দেশ দেওয়া হোক তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী কোনও কাজ যেন না করেন । এখানেই শেষ নয়, রাজ্যপালকে যাতে অন্য কোনও রাজ্যে স্থানান্তর করা হয় সেই আবেদনও করেছেন এই আইনজীবী ।

আরও পড়ুন:Dhankhar Challenge Mamata : কটূক্তিকে ভয় পাই না, মমতাকে পালটা চ্যালেঞ্জ ধনকড়ের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর থেকেই তিনি বিজেপির পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন বলে দীর্ঘদিন ধরেই জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ শাসকদলের । 2019 সালের 30 জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জাগদীপ ধনকড় । তারপর থেকে তিনি রাজ্যের বিরুদ্ধে এবং বিজেপির পক্ষে এ রাজ্যে বসে কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷

মামলাকারী আইনজীবী

বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় কিছুদিন আগেই সংসদে রাজ্যপাল জাগদীপ ধনকড়কে সরানোর দাবিতে সরব হয়েছিলেন । এই মামলায় দেশের রাষ্ট্রপতিকেও যুক্ত করা হয়েছে । চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন :Mamata Attacks Dhankhar : নাম না-করে ধনকড়কে 'ঘোড়ার পাল' বললেন মমতা

Last Updated : Feb 8, 2022, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details