পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Basudebpur Mukundapur Rape Case: বাসুদেবপুর মুকুন্দপুরে নাবালিকা ধর্ষণে জনস্বার্থ মামলা দায়ের - বাসুদেবপুর মুকুন্দপুরে নাবালিকা ধর্ষণ

বাসুদেবপুর মুকুন্দপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (Basudebpur Mukundapur Rape Case)৷ তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে (PIL in HC)৷

PIL filed in Basudebpur Mukundapur rape case
বাসুদেবপুর মুকুন্দপুরে নাবালিকা ধর্ষণে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

By

Published : Jun 9, 2022, 4:33 PM IST

কলকাতা, 9 জুন:বাসুদেবপুর মুকুন্দপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হল হাইকোর্টে (Basudebpur Mukundapur Rape Case)। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের জন্য আবেদন করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত । নাবালিকার মায়ের সামনে থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে তদন্তের আর্জি জানানো হয়েছে ।

ওই এলাকায় রাস্তায় আলো নেই । ল্যাম্পপোস্ট বসানোরও আবেদন করা হয়েছে । রাজ্যকে কপি সার্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে । অভিযুক্ত দুজনের নাম আলম মণ্ডল ও আরাফত মণ্ডল । পুলিশ তাদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে (PIL in HC)।

আরও পড়ুন:Tapan Dutta Murder Case: তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

আদালত সুত্রে জানা যাচ্ছে, গত রবিবার সন্ধ্যায় স্থানীয় শংকরপুরে মেয়েটি তার মায়ের সঙ্গে একটি সোনার দোকানে গিয়েছিল । ফেরার সময় মা কিছুটা এগিয়ে যায় । সেই সুযোগে মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । মেয়েটির মা বাড়িতে গিয়ে মাকে সব জানায় । পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে গিয়ে খোঁজ করে জঙ্গল থেকে উদ্ধার করে মেয়েটিকে । সেই সময় মেয়েটির কাকা বাপন মণ্ডলের হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা । পরিবারের লোকেরা থানায় অভিযোগ করলে তারপরই পুলিশ দুজনকে গ্রেফতার করে (Calcutta High Court)।

ABOUT THE AUTHOR

...view details