কলকাতা, 31 অগস্ট: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় বারবার কেন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে ? সিবিআই তদন্তের (CBI Probe) দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL filed at HC)। জেড প্লাস নিরাপত্তা পাওয়ার পরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হল এই জনস্বার্থ মামলা।
গত 22 অগস্ট বিকেলে পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দু অধিকারীর কনভয়। সে সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কনভয়ের পিছনের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সামনে থাকা একটি পেট্রোল পাম্পের দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি ৷ দুর্ঘটনায় গাড়িটির সামনের চাকা খুলে যায়। পরে অন্য একটি গাড়িকে কনভয়ে পাঠানো হয় ৷