কলকাতা, 6 মে:রাজ্যের সরকারি বাসগুলির অবস্থা অত্যন্ত উদ্বেগজনক । তবে সেগুলি সেই অবস্থাতেই রাস্তায় চলছে (Govt bus's fitness certificate)। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL filed over Govt bus's fitness)।
মামলাকারীর দাবি, রাজ্যের সরকারি বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই (Calcutta High Court news)। সমস্ত বাস চিহ্নিত করা হোক । কত সরকারি বাস এই ভাবে চলছে জানাক রাজ্য । পুলিশ সর্বদা লাইসেন্স পরীক্ষা করে । কিন্তু বাসগুলোর স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র দেখতে চাওয়া হয় না । যাত্রীদের নিরাপত্তা কোথায় ? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাইলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে । দ্রুত মামলাটির শুনানি হতে পারে ।