পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PIL to celebrate Patriots Day on 23 january: 23 জানুয়ারি দেশপ্রেম দিবস পালনের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে - জনস্বার্থ মামলা হাইকোর্টে

23 জানুয়ারি দেশপ্রেম দিবস হিসেবে (Patriots Day on 23 January) পালনের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে (PIL filed at Calcutta High Court) ৷

pil filed at calcutta high court in demand to celebrate Patriots Day on 23 january
23 জানুয়ারি দেশপ্রেম দিবস পালনের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

By

Published : Jan 18, 2022, 4:00 PM IST

Updated : Jan 18, 2022, 5:04 PM IST

কলকাতা, 18 জানুয়ারি:23 জানুয়ারি দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করা হলেও তা পালন করা হচ্ছে না বলে অভিযোগ । আসন্ন 23 জানুয়ারি থেকেই যাতে দেশপ্রেম দিবস (Patriots Day on 23 January) পালন করা হয়, সেই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL filed at Calcutta High Court) করলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা । এব্যাপারে রাজ্যের কী বক্তব্য, তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট । 21 জানুয়ারি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই মামলার । এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দেশজুড়ে ।

মামলাকারীর বক্তব্য, রাজ্যে 23 জানুয়ারি দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালন (Patriots Day celebration) করার জন্য 2011 সালের 20 জানুয়ারি তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষ সব জেলাশাসককে লিখিত নির্দেশ দিয়েছিলেন ৷ পাশাপাশি রাজ্যপালের নামে সরকারের এই অবস্থানের কথা গেজেট নোটিফিকেশন করে বাংলার মানুষকে জানানো হয়েছিল এবং রাজ্যের মতো গোটা দেশে যাতে নেতাজিকে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং দেশপ্রেম দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়, সে জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চিঠি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ।

আরও পড়ুন:TMC Attacks BJP on Netaji Tableau : বাংলায় হারের জ্বালাতেই নেতাজিকে নিয়ে রাজনীতি বিজেপির, জাগোবাংলায় তোপ তৃণমূলের

কিন্তু 10 বছরের বেশি হয়ে গেলেও রাজ্য সরকার 23 জানুয়ারি দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালন করে না । একইসঙ্গে কেন্দ্রীয় সরকারেরও এ ব্যাপারে তেমন উৎসাহ দেখা যায়নি । মামলাকারীর আরও বক্তব্য, ওইদিন জেলায় জেলায় পুলিশ ব্যান্ডকে নেতাজির আজাদ হিন্দ বাহিনীর কদম কদম বাড়ায়ে যা গানের সুর বাজাতে হবে । এই ব্যাপারে তিনি নবান্নে একাধিকবার চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু কোনও ফল না হওয়ায় শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা করেন বলে দাবি করেছেন মামলাকারী ।

23 জানুয়ারি দেশপ্রেম দিবস পালনের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

আরও পড়ুন:Dilip Ghosh on Tableau Rejection : তৃণমূল সরকারের গাফিলতিতে বাতিল বাংলার ট্যাবলো, আক্রমণ দিলীপের

আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের তরফে জানানো হয়, এই বিষয়ে তাদের বক্তব্য জানানোর সময় দিতে হবে । প্রধান বিচারপতি 21 জানুয়ারি ফের শুনানির জন্য রেখেছেন মামলাটিকে । এই ব্যাপারে মামলাকারীর তরফে আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের ট্যাবলো না থাকা নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত চলছে । কিন্তু 23 জনুয়ারি দেশপ্রেম দিবস হিসেবে পালন করার দাবি জানিয়ে 10 বছরের বেশি একটি প্রস্তাব পড়ে রয়েছে, রাজ্যের সে ব্যাপারে কোনও হেলদোল নেই ।"

Last Updated : Jan 18, 2022, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details