কলকাতা, 20 জুন:রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ফের জনস্বার্থ মামলা হল হাইকোর্টে (PIL against Extended Summer vacation)। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মামলা দায়ের করেছে । তাদের বক্তব্য, গরমের ছুটি এর আগে এক মাসের জায়গায় 45 দিন করা হয়েছিল । 15 জুন স্কুল খোলার কথা ছিল (Summer vacation in West Bengal)। কিন্তু গরমের অজুহাত দিয়ে ফের 26 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে । কিন্তু আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে (Calcutta High Court)।
রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানিয়েছেন, "জনস্বার্থ মামলাটি কে বা কারা করছেন সেটা দেখা জরুরি । রাজ্যের বাইরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যাদের শুধুমাত্র সংবাদমাধ্যমে প্রচারের তাগিদ রয়েছে তারা এই মামলা করেছে । 43-44 ডিগ্রি সেলসিয়াস গরমের পূর্বাভাস ছিল । স্কুল সামনের সপ্তাহেই খুলে যাচ্ছে । আর ছুটির মধ্যেও মিড-ডে মিল বন্ধ করা হচ্ছে না ।"
আরও পড়ুন:CNI Schools Reopen: সোমে খুলছে রাজ্যের সিএনআই-এর স্কুলগুলি